ঋদ্ধি বললেন, " তপন সিনহার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল তাঁর একটি ছবি দেখতে গিয়ে, গোর্কি সদনে। আমি চিরদিন ওঁর প্রতিভার ভক্ত। তাই ভক্তের যেমন ভগবানকে দেখা, তেমনই হয়েছিল সেই প্রথম সাক্ষাৎ। এর কিছুদিন পরে দেজ পাবলিশার্স থেকে একটি কাজের ভার এল, তপন সিনহার জীবন নিয়ে একটি বই বের হবে, তার সঙ্গীত সংগ্রহ আর গানগুলোর নোটেশন করার কাজ আমার আর আমার স্বামী, ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই সুত্রে আবার যাওয়া। তখন এই গানটা রচনার ইতিহাস শুনেছিলাম। সেটি যথাসময়ে বলব।''
advertisement
তিনি আরও বলেন, '' জিজ্ঞেস করেছিলাম কথায়- কথায়, প্রথম ছবির সঙ্গীতের টাইটেল কার্ড-এ ওঁর নামটা সবার পিছনে লেখা ছিল কেন? এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, যেখানে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ -এর গান, গীতিকার হিসেবে তাঁদের নাম, তাঁদের সঙ্গে আমার নাম উচ্চারিত হবার যোগ্যতা আমার নেই। মুগ্ধ হয়েছিলাম তাঁর এই ব্যবহারে। কী সাধারণ অথচ কী অসামান্য অসাধারণ কথা। সত্যিকারের শিল্পী এরকমই হয়। তাঁর গান আমার খুব প্রিয়।" আবলু চক্রবর্তী এই গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন।
https://youtu.be/x20ssLBLbsk