TRENDING:

Ricky Martin Divorce: দাম্পত্যের ৬ বছরে বিয়ে ভাঙল রিকি মার্টিনের, স্বামী যোয়ান ইয়োসেফের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা বিশ্বখ্যাত শিল্পীর

Last Updated:

Ricky Martin Divorce: সত্যতা স্বীকার করেছে রিকি মার্টিনের পাবলিসিটি টিম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাম্পত্য ভাঙল বিশ্বখ্যাত পপগায়ক রিকি মার্টিনের। বিয়ের প্রায় ৬ বছর পর স্বামী যোয়ান ইয়োসেফের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন শিল্পী। বৃহস্পতিবার তাঁরা যৌথ বিবৃতিতে বলেছেন ‘‘কিছু সময় ধরে আমরা আমাদের সম্পর্ককে রূপান্তর করার কথা ভাবছি। গভীরভাবে চিন্তা করে আমরা আমাদের বিয়ে ভালবাসা, শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে শেষ করার কথা ভাবছি। আমাদের সন্তানদের সম্ভ্রমের কথা ভেবেও এই সিদ্ধান্ত।’’ এই বার্তা স্প্যানিশ ভাষায় লিখে শেয়ার করা হয়েছে রিকির প্রোফাইলে। ইংরেজিতে পোস্ট করা হয়েছে ইয়োসেফের প্রোফাইলে। পোস্টের সত্যতা স্বীকার করেছে রিকি মার্টিনের পাবলিসিটি টিম। এই পোস্টের বাইরে বিচ্ছেদ সংক্রান্ত অন্য কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
দাম্পত্য ভাঙল বিশ্বখ্যাত গায়ক রিকি মার্টিনের
দাম্পত্য ভাঙল বিশ্বখ্যাত গায়ক রিকি মার্টিনের
advertisement

স্প্যানিশ এবং ইংরেজি-দু ভাষাতেই রিকি মার্টিনের গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। ‘লিভিং লা’, ‘ভিডা লোকা’, ‘শি ব্যাংস’, ‘লা কোপা ডে লা ভিডা’, ‘ভেন্তে পা কা’-সহ একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। দু’টি গ্র্যামি এবং চারটি ল্যাটিন গ্র্যামি পুরস্কার তাঁর নামের পাশে রয়েছে। ১৯৯৮ সালে ফ্রান্স ফুটবল বিশ্বকাপে রিকি মার্টিনের থিম সং ছুঁয়ে গিয়েছিল বিশ্ববাসীকে। গানের পাশাপাশি অভিনয়ও করেছেন ৫১ বছর বয়সি এই পপশিল্পী। অন্যদিকে তাঁর প্রাক্তন জীবনসঙ্গী ৩৮ বছরের ইয়োসেফ আদতে সিরিয়ান, বর্তমানে সুইডিশ শিল্পী।

advertisement

২০১৭ সালে ইয়োসেফকে বিয়ে করেছিলেন রিকি। তার আগে একাধিক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর গুঞ্জরিত প্রেমিকাদের মধ্যে অন্যতম প্রাক্তন টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলা সাবাতিনি। রঙিন রিকির জীবনে প্রথম সন্তান আসে সারোগেসির মাধ্যমে। যমজ সন্তান মাত্তেও এবং ভ্যালেন্তিনোর বাবা হন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর ২০১০ সালে নিজেকে সমকামী বলে পরিচয় দেন রিকি। বিবাহিত জীবনেও দু’বার সন্তান লাভ করেছেন রিকি এবং ইয়োসেফ। তাঁদের দুই সন্তান লুকা এবং রেনের বয়স এখন যথাক্রমে ৪ ও ৩ বছর।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ricky Martin Divorce: দাম্পত্যের ৬ বছরে বিয়ে ভাঙল রিকি মার্টিনের, স্বামী যোয়ান ইয়োসেফের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা বিশ্বখ্যাত শিল্পীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল