স্প্যানিশ এবং ইংরেজি-দু ভাষাতেই রিকি মার্টিনের গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। ‘লিভিং লা’, ‘ভিডা লোকা’, ‘শি ব্যাংস’, ‘লা কোপা ডে লা ভিডা’, ‘ভেন্তে পা কা’-সহ একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। দু’টি গ্র্যামি এবং চারটি ল্যাটিন গ্র্যামি পুরস্কার তাঁর নামের পাশে রয়েছে। ১৯৯৮ সালে ফ্রান্স ফুটবল বিশ্বকাপে রিকি মার্টিনের থিম সং ছুঁয়ে গিয়েছিল বিশ্ববাসীকে। গানের পাশাপাশি অভিনয়ও করেছেন ৫১ বছর বয়সি এই পপশিল্পী। অন্যদিকে তাঁর প্রাক্তন জীবনসঙ্গী ৩৮ বছরের ইয়োসেফ আদতে সিরিয়ান, বর্তমানে সুইডিশ শিল্পী।
advertisement
২০১৭ সালে ইয়োসেফকে বিয়ে করেছিলেন রিকি। তার আগে একাধিক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর গুঞ্জরিত প্রেমিকাদের মধ্যে অন্যতম প্রাক্তন টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলা সাবাতিনি। রঙিন রিকির জীবনে প্রথম সন্তান আসে সারোগেসির মাধ্যমে। যমজ সন্তান মাত্তেও এবং ভ্যালেন্তিনোর বাবা হন তিনি।
এর পর ২০১০ সালে নিজেকে সমকামী বলে পরিচয় দেন রিকি। বিবাহিত জীবনেও দু’বার সন্তান লাভ করেছেন রিকি এবং ইয়োসেফ। তাঁদের দুই সন্তান লুকা এবং রেনের বয়স এখন যথাক্রমে ৪ ও ৩ বছর।