ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন রিয়া। রেকর্ডিং স্টুডিওতে 'নব্যা নাইডু' গানের রেকর্ডিংয়ে ছিলেন রিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, 'গতকাল আমি ২ বছর পর কাজে গিয়েছিলাম।' তাঁর আগামী কোনও প্রজেক্টের কাজের ভিডিওই এদিন শেয়ার করেছেন সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড। কালো ব্লেজার, কালো প্যান্ট ও কালো টপ পরেছিলেন রিয়া। দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। স্টুডিওতে স্বমেজাজেই ধরা দিয়েছেন রিয়া।
advertisement
আরও পড়ুন: উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার স্বপ্ন বার বার দেখতে পান? এর অর্থ জানলে চমকে যাবেন!
আরও পড়ুন: হুইলচেয়ারে বসা যুবতীকে ঢুকতে দিল না জনপ্রিয় রেস্তোরাঁ, রাজধানীর ঘটনা ভাইরাল!
গত ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় তাঁর বিলাসী ফ্ল্যাট থেকে। সেই সময় রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেম ছিল সুশান্তের। ওই বাড়িতে তাঁরা লিভ ইন-ও করতেন। তবে মৃত্যুর কদিন আগেই বাড়ি ছেড়েছিলেন রিয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদকমামলা জড়িয়ে পড়ে, এবং এর পর রিয়া চক্রবর্তীর নামও উঠে আসে। গত প্রায় ২ বছর ধরে নিজের কোনও কাজ না, বরং সুশান্তের মৃত্যুমামলার কারণেই সংবাদ শিরোনামে ছিলেন রিয়া চক্রবর্তী।
গ্রেফতারও করা হয়েছিল রিয়া ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়াদের। গত বছর সেপ্টেম্বরে গ্রেফতারির পর প্রায় ১ মাস বাইকুল্লা জেলে ছিলেন রিয়া। যদিও পরে জামিনে মুক্তি পান রিয়া ও শৌভিক। এখন আপাতত অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে মন দিয়েছেন রিয়া।