TRENDING:

Kanchan Mullick on RG Kar Case: 'ক্ষমাটুকু ভিক্ষা চাইব'! চূড়ান্ত কটাক্ষ-ধিক্কার সয়ে অবশেষে ভুল স্বীকার কাঞ্চনের

Last Updated:

Kanchan Mullick on RG Kar Case: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়ান কাঞ্চন। তার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক মহল, সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ। চাপের মুখে পড়ে অবশেষে নতিস্বীকার কাঞ্চনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রকাশ্যে ভুল স্বীকার। চারদিক থেকে ধেয়ে আসা কটাক্ষ কুড়িয়ে অবশেষে ক্ষমা চাইলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। তাঁদের উদ্দেশ্যে শ্লেষ্মাত্মক প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছিলেন, প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা মাসের শেষে সরকারি বেতন, পুজোর আগে বোনাস হাত পেতে নেবেন তো? তার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক মহল, সাধারণ মানুষ থেকে টলিউডের একাংশ। চলতে থাকে ট্রোল, কটাক্ষ, সমালোচনা। চাপের মুখে পড়ে অবশেষে নতিস্বীকার কাঞ্চনের।
advertisement

ফেসবুকে একটি ভিডিও করে নিজের বক্তব্য পেশ করেন তৃণমূল বিধায়ক। শোকাতুর কণ্ঠে বলেন, “গতকাল ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা অত্যন্ত সমালোচিত হয়। সেই কারণেই এই ভিডিওটি করছি। আপনাদের জানাই, আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।”

কাঞ্চন জানান, কোনও সাফাই দেওয়ার জন্য ভিডিওটি তিনি করেননি। বরং নিজের ভুল শুধরে নেওয়াই তাঁর উদ্দেশ্য। চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর তাঁদের অবদান এবং গুরুত্ব নিয়ে নির্দ্বিধায় বিস্তারিত আলোচনা করেন অভিনেতা-বিধায়ক। নিজের পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমারও বাড়িতে স্ত্রী আছেন, সন্তান আছে। একজন অসুস্থ বৃদ্ধ মানুষ আছেন। যাঁর চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আমি জানি আমার কাছে ডাক্তারের গুরুত্ব কতটা। কাঞ্চন এও জানান যে, বিভিন্ন মানুষ সাহায্য চেয়ে তাঁর দ্বারস্থ হলে, তিনি চিকিৎসা পরিষেবা পাওয়ানোর ব্যবস্থা করে দেন।

advertisement

আন্দোলনরত চিকিৎসদের নিয়ে করা মন্তব্যটি যে নিছকই তাঁর ধৈর্যচ্যুতির ফল, তা বোঝাতেও কোনও ত্রুটি রাখেননি তৃণমূল বিধায়ক। সেই ভিডিওতেই তিনি জানান, তাঁর ভাইয়ের মতো এক বন্ধুর মায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই ব্যক্তি পরিষেবা চেয়ে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অভিনেতা জানান, চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাঁর বন্ধুর মাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। সেই ঘটনার পরেই নাকি মানসিক ভাবে ভেঙে পড়েন কাঞ্চন।

advertisement

আরও পড়ুন: নকল নয়! নিন্দকদের জবাব দিয়ে বেবি বাম্পের ছবি দীপিকার, সন্তানের জন্মতারিখ কি মিলে যাবে প্রাক্তন প্রেমিকের সঙ্গে

আরও পড়ুন: নায়ক হওয়া হল না! ৫৪০ ছবি, ৫৮১ কোটির সম্পত্তি! ছবিতে খুদে ছেলেটি কে বলুন তো

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

অভিনেতা জানান, বাকি সকলের মতো তিনিও চান, দোষীরা ধরা পড়ুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আন্দোলন এবং আন্দোলনকারীদের প্রতি তাঁর পূর্ণ সমর্থন আছে। আরও একবার তিনি বলেন, “ক্ষমার থেকে বড় জিনিস হয় না। সেই ক্ষমাটুকু আপনাদের কাছে ভিক্ষা চাইব।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kanchan Mullick on RG Kar Case: 'ক্ষমাটুকু ভিক্ষা চাইব'! চূড়ান্ত কটাক্ষ-ধিক্কার সয়ে অবশেষে ভুল স্বীকার কাঞ্চনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল