TRENDING:

Mostofa Sarwar Farooki: পরিচালক ফারুকীর পরিবারে বিরাট দুশ্চিন্তা! গুরুতর অসুস্থ একরত্তি মেয়ে, চলছে স্যালাইন, হঠাৎ কী হল?

Last Updated:

Mostofa Sarwar Farooki: চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সময়টা খুবই খারাপ যাচ্ছে৷ পরিচালকের পর তাঁর একরত্তি কন্যা ইলহাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে আবার মন খারাপের খবর৷ নতুন বছরের শুরুতেই একের পর এক খাবার খবরে সকলের মন ভারাক্রান্ত৷ গত মাসেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে৷ পরিচালক মোস্তফা ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন পরিচালক৷ তারপর সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি৷ তবে ফের দুশ্চিন্তায় পড়েছেন পরিচালক৷
গুরুতর অসুস্থ একরত্তি মেয়ে
গুরুতর অসুস্থ একরত্তি মেয়ে
advertisement

চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সময়টা খুবই খারাপ যাচ্ছে৷ পরিচালকের পর তাঁর একরত্তি কন্যা ইলহাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছে৷ এবারও তাঁর স্ত্রী নুসরত ইমরোজ তিশা খবরটি সকলকে জানিয়েছেন৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সকলকে প্রার্থনা করতে বলেছেন নুসরত ইমরোজ তিশা৷

advertisement

নুসরত ইমরোজ তিশা শনিবার রাতে পোস্ট করেন ৷ যেখানে দেখা যাচ্ছে, হাতে স্যালাইন, তার উপর জড়ানো ব্যান্ডেজ৷ মেয়ের হাতের উপর হাত রেখে নুসরত ইমরোজ তিশা ছবিটি পোস্ট করেছেন৷ ছবির ক্যাপশনে লেখা-‘আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেন। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ’৷

আরও পড়ুন-   মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

advertisement

আরও পড়ুন-  মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে মেয়ের ঠিক কী হয়েছে, কিংবা হাসপাতালে ভর্তি কিনা, তা খোলসা করে কিছুই জানাননি তিনি৷ সকলেই এই পোস্টে ফারুকীর মেয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mostofa Sarwar Farooki: পরিচালক ফারুকীর পরিবারে বিরাট দুশ্চিন্তা! গুরুতর অসুস্থ একরত্তি মেয়ে, চলছে স্যালাইন, হঠাৎ কী হল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল