TRENDING:

Sandhya Mukherjee in Bollywood: বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?

Last Updated:

আরবসাগরের নোনা বাতাসে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর পথ চলা৷ (Sandhya Mukherjee in Bollywood)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাঁচের দশকের শুরুতেই সাবেক বম্বে, আজকের মুম্বইয়ের মাটিতে পা রেখেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়৷ শচীন দেব বর্মনের উদ্যোগেই তিনি গিয়েছিলেন হিন্দি সিনেমার প্লে ব্যাক করতে৷ কিন্তু আরবসাগরের নোনা বাতাসে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর পথ চলা৷ (Sandhya Mukherjee in Bollywood)
advertisement

অথচ শুরুর ছবি ছিল যথেষ্ট মসৃণ৷ অনিল বিশ্বাসের সুরে ও পরিচালনায় গীতশ্রী প্লেব্যাক করলেন ‘তরানা’ ছবিতে৷ প্রথম গানেই পরিচয় লতা মঙ্গেশকরের সঙ্গে৷ দ্বৈত কণ্ঠে লতা ও সন্ধ্যা করেন ‘বোল পাপিহে বোল রে’৷ মধুবালার কণ্ঠ এখানে লতা এবং শ্যামার লিপে ছিল সন্ধ্যার কণ্ঠ৷

কিন্তু সন্ধ্যা মাত্র দু’ বছর ছিলেন মুম্বইয়ে৷ ১৯৫২ সালে ফিরে আসেন কলকাতায়৷ এর পর কলকাতাতেই বিস্তৃত হয় তাঁর সুরের যাত্রাপথ৷ কিন্তু কেন মুম্বই থেকে ফিরে আসতে হল তাঁকে? কারওর দিকে অভিযোগের আঙুল তোলেননি সন্ধ্যা৷ লতা মঙ্গেশকরের সঙ্গেও সন্ধ্যার হৃদ্যতা ছিল সর্বজনপরিচিত৷ মুম্বই গেলে এভারগ্রিন হোটেলে থাকতেন সন্ধ্যা৷ সেখানে এসে দেখা করে গিয়েছেন লতা৷ পরবর্তীতে কলকাতায় এসেছেন সন্ধ্যার ঢাকুরিয়ার বাড়িতেও৷

advertisement

আরও পড়ুন : নবীন প্রজন্মের সঙ্গে ছিল নিবিড় যোগাযোগ, তাঁর প্রজন্মজয়ী সুরের আনন্দঝর্নায় সিঞ্চন অনন্ত

কিন্নরকণ্ঠী লতার সঙ্গে সন্ধ্যার সম্পর্ক নিয়ে বার বার গুঞ্জরিত হয়েছে গুঞ্জন৷ কিন্তু তাঁদের সম্পর্ক প্রকাশ্যে সব সময় ছিল সৌহার্দ্যমূলক৷ বলিউডের মোট ১৭ টি ছবিতে প্লেব্যাক করেছেন সন্ধ্যা৷ কিন্তু কলকাতাই থেকেছে তাঁর কাজের ভরকেন্দ্র৷ তাঁর ফিরে আসার কারণ রয়ে গিয়েছে রহস্যাবৃত হয়েই৷

advertisement

আরও পড়ুন : মুক্তিযুদ্ধে গীতশ্রীর অবদান ভুলবে না ওপার বাংলা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত লতা এবং সন্ধ্যা দু’জনেই রোম্যান্টিক গানের প্রতিভূ৷ এদিকে সন্ধ্যা যদি হন সুচিত্রা সেনের কণ্ঠের দোত্যক, তবে অন্যদিকে লতা সে সময় প্রাণপ্রতিষ্ঠা করেন মধুবালা, সায়রা বানু, বৈজয়ন্তীমালা-সহ একাধিক রোম্যান্টিক নায়িকার কণ্ঠে৷ দুই শিল্পীর বেশভূষাও ছিল একইরকম, মাটির কাছাকাছি৷ বিনুনিশোভিত একঢাল চুলের সঙ্গে সাদা শাড়ি, এই আটপৌরে সাজে তাঁরা সমসাময়িক সময়ে সুরমূর্ছনায় ভরিয়ে তুলেছেন বিনোদন দুনিয়াকে৷ তবে সমান্তরাল পথে৷ সরস্বতীর দুই বরপু্ত্রীর সুরলোকে চলে যাওয়ার দিনদু’টিও রয়ে গেল কাছাকাছিই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandhya Mukherjee in Bollywood: বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল