TRENDING:

এই ‘খিলজি’ কিন্তু রণবীর নন, তবে তিনি কে ? প্রশ্ন নেটদুনিয়ায়!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঠিক যেন সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজি ৷ অর্থাৎ রণবীর সিং ৷ প্রচুর অধ্যাবসায়ে একটু একটু করে চরিত্রটিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রণবীর ৷ আর ঠিক একই চেহারার আদল, একই রকম শারীরিক অভিব্যক্তি, এমনকী একই গলার স্বরওয়ালা আলাউদ্দিন খিলজি দেখা গেল টেলিভিশনের পর্দায় ৷
advertisement

তবে এই আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করা মানুষটি কিন্তু রণবীর সিং নন ৷

কী বিশ্বাস হচ্ছে না ? না হওয়ারই কথা ৷ আরেকবার ভাল করে ছবিটা দেখুন ৷ ইনি হলেন বিখ্যাত টেলি-স্টার রবি দুবে ৷ আর ‘খিলজি’র সেই লুকে ধরা দিয়েছেন অভিনেতা ৷ যার ছবি ইনস্টাগ্রাম পেজে নিজেই শেয়ার করেছেন তিনি ৷

advertisement

আসলে আগামী ৪ জুন থেকে শুরু হবে নতুন গেম শো ‘সবসে স্মার্ট কৌন?’৷ যা প্রোমোতে রবিকে ‘খিলজি’র লুকে দেখা গিয়েছে ৷ তবে এই প্রোমোটি কৌতুকের আদলে তৈরি হয়েছে ৷ রবি দুবের এই‘খিলজি’লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
এই ‘খিলজি’ কিন্তু রণবীর নন, তবে তিনি কে ? প্রশ্ন নেটদুনিয়ায়!