TRENDING:

Bollywood: বিগ বি অভিনীত মজবুরের সেটে বাবার সঙ্গে স্যাম মানেকশ, বিরল ছবি শেয়ার করলেন রবিনা

Last Updated:

বাবার সঙ্গে স্যাম মানেকশর একটি বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড়পর্দায় রমরমিয়ে চলছে ‘স্যাম বাহাদুর’। ভিকি কৌশলের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরা। তাঁরা বলছেন, চলনেবলনে স্যাম মানেকশকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ভিকি। দর্শকও ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে।
advertisement

‘স্যাম বাহাদুরের’ সঙ্গেই মুক্তি পেয়েছে ‘অ্যানিমাল’। রণবীর কাপুর আর ববি দেওলের মারকাটারি অভিনয় নিয়ে চলছে জোর চর্চা। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে অ্যানিমালের রিলসে। তাই বলে ‘স্যাম বাহাদুর’ পিছিয়ে নেই মোটেই। বক্স অফিস ধরে রেখেছে ভিকির অভিনয়। এর মধ্যেই বাবার সঙ্গে স্যাম মানেকশর একটি বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

advertisement

রবিনা অমিতাভ বচ্চন অভিনীত ‘মজবুর’-এর সেটের একটি ছবি শেয়ার করেছেন। এই সিনেমার পরিচালক ছিলেন রবিনার বাবা রবি ট্যান্ডন। একদিন সেটে হাজির হন মানেকশ। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে রবিনা লিখেছেন, ‘এক ফ্রেমে দুই নায়ক… একজন স্যাম মানেকশ, যাঁর কাছে এই দেশ এবং এই প্রজন্ম চিরকাল কৃতজ্ঞ থাকবে, মাতৃভূমির বীর সন্তান… এবং অন্যজন আমার নায়ক, রবি ট্যান্ডন, এই মাটির সন্তান, সামাজিক কাজের জন্য অনেকের কাছে ত্রাণকর্তা এবং চিরকালের জন্য আমার অনুপ্রেরণা’।

advertisement

এরপর স্যাম মানেকশ এবং স্যাম বাহাদুর হ্যাশট্যাগ দিয়ে রবিনা লিখেছেন, ‘১৯৭৪ সালে মজবুর-এর (অমিতাভ বচ্চন অভিনীত) সেটে আমার বাবাকে দেখতে গিয়েছিলেন’। এই পোস্টে ভিকি কৌশল এবং মেঘনা গুলজারকেও ট্যাগ করেছেন রবিনা।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্যাম বাহাদুরের সাফল্যে উচ্ছ্বসিত ভিকি। সম্প্রতি দর্শকের প্রতিক্রিয়া জানতে একটি সিনেমা হলে গিয়েছিলেন অভিনেতা। সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভিকি বলেন, ‘কালকে স্মরণীয় রাত কাটালাম। দর্শকদের সঙ্গে দেখলাম স্যাম বাহাদুর। তাঁর ডায়লগ বললাম, তাঁর মতো হাটলাম, ভাগ করে নিলাম যুদ্ধের স্মৃতি। একসঙ্গে হাততালি দিয়েছি, উল্লাস করেছি, ফেলেছি চোখের জল। এই মানুষটিকে আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। সিনেমা হল ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শুধু এটুকুই বলতে পারি… ‘আমি ঠিক আছি, সুইটি’। শেষে ‘সিনেমা হলে স্যাম বাহাদুর’ হ্যাশট্যাগ দেন ভিকি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood: বিগ বি অভিনীত মজবুরের সেটে বাবার সঙ্গে স্যাম মানেকশ, বিরল ছবি শেয়ার করলেন রবিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল