TRENDING:

Raveena Tandon: 'ঠোঁটে ঠোঁট স্পর্শ হয়, পরে আমি বমি করে ফেলি', নায়কের 'চুম্বন' নিয়ে বিস্ফোরক রবিনা!

Last Updated:

Raveena Tandon: দু’দশক পরও রবিনা ট্যান্ডনের বর্ষণসিক্ত লাস্য বিন্দুমাত্র কম হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বয়স তাঁর মুখের রেখায় কোনও জটিল অঙ্ক কষতে পারেনি। যদিও হেলায় তিনি পার করে ফেলেছেন ৪৮টি শীত বসন্ত। দু’দশক পরও রবিনা ট্যান্ডনের বর্ষণসিক্ত লাস্য বিন্দুমাত্র কম হয়নি। রবিনার ফিটনেস এবং সৌন্দর্যের রহস্য জেনে অবাক না হয়ে উপায় নেই। ’৯০-এর জনপ্রিয় অভিনেত্রী তিনি।
রবিনা ট্যান্ডন
রবিনা ট্যান্ডন
advertisement

কর্মজীবনে একাধিক হিট ছবির নায়িকা। বেশ কিছু বছর বিরতির পর সম্প্রতি ওটিটি-তে ফিরেছেন রবিনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সুদীর্ঘ কেরিয়ারের শর্ত নিয়ে কথা বলেছেন নায়িকা। লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রবিনা কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি। কারণ কী? অভিনেত্রী এই প্রসঙ্গে তাঁর মতামত জানিয়েছেন।

আরও পড়ুন: সুপুরুষ-রোম্যান্টিক নায়ক রাজ কিরণের ঠিকানা হয় পাগলাগারদ, হঠাৎ নিরুদ্দেশ! ২৫ বছরে আজও খোঁজ মেলেনি তাঁর

advertisement

নায়িকাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, চুম্বন-দৃশ্যে তিনি কখনওই স্বচ্ছন্দ ছিলেন না। রবিনা নিজেই বলেন, ‘মনে আছে এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতার সঙ্গে অসতর্কতায় আমার ঠোঁট স্পর্শ করে। কিন্তু তখন কিছু করার ছিল না। পরে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল।’

advertisement

আরও পড়ুন: স্বাভাবিক মানুষের হার্টবিট কত? আচমকা বুক ধড়ফড়ের গুরুতর কারণ জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লিউডের অন্দরমহলে যাঁদের যাতায়াত, তাঁদের সূত্রে জানা গিয়েছিল, অক্ষয় এবং রবিনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছু দিন ধরে সেই সম্পর্ক চলার পরে, তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেম শেষ পর্যন্ত বিয়ের দিকে এগোয়নি। কোনও এক কারণে সেই প্রেম ভেঙে যায়। অনেকে বলেন, এর পিছনে কারণ ছিলেন শিল্পা শেঠি। যদিও কোন নায়কের ঠোঁট সেদিন ছুঁয়েছিল রবিনার ঠোঁট তা বলেননি নায়িকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raveena Tandon: 'ঠোঁটে ঠোঁট স্পর্শ হয়, পরে আমি বমি করে ফেলি', নায়কের 'চুম্বন' নিয়ে বিস্ফোরক রবিনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল