Raj Kiran Missing: সুপুরুষ-রোম্যান্টিক নায়ক রাজ কিরণের ঠিকানা হয় পাগলাগারদ, হঠাৎ নিরুদ্দেশ! ২৫ বছরে আজও খোঁজ মেলেনি তাঁর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Raj Kiran Missing: কেমন আছেন রাজ কিরণ, কোথায় আছেন, বেঁচে রয়েছেন কি না-- তা নিয়ে কোনও খোঁজ নেই। বলিউডে তাঁর সহকর্মী থেকে স্ত্রী-মেয়ে কেউই তাঁর খোঁজ পাননি আজও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জানা যায়, সেখানে এক মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন রাজ। এক সাক্ষাৎকারে ঋষি কাপুর বলেছিলেন, "আমি অনেক বছর ধরে ওকে খুঁজছিলাম, দুশ্চিন্তা হত, আদৌ বেঁচে আছে তো! শুনলাম, আটালান্টার এক মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। ওর দাদাই খোঁজটা দেন। খবরটা শোনার পর থেকেই ওঁর ফোন নম্বর জোগাড় করার চেষ্টা করেছি বহু বার। অবশেষে দেখা করতে যাই। সেখানে জানতে পারি রাজ আমেরিকায় নেই। রাজের স্ত্রী-মেয়ে জানান কোনও দিনও সে ওখানে ছিলই না।"
advertisement
advertisement
advertisement