আরও পড়ুন: মা চেয়েছিল সিরিয়ালের কাজ হারাই, প্রেমিক ডিভোর্সি বলে এত কথা শুনব কেন? অকপট ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা
আরও পড়ুন: হঠাৎ উধাও অজয়, আরশাদের নায়িকা, সেই ময়ূরী আজ সুন্দর পিচাইয়ের সহকর্মী! গল্প শুনলে চমকে যাবেন
রশ্মিকার সহকারী বা ম্যানেজার নায়িকার অভিনয় পেশার একেবারে শুরু থেকে কাজ করে এসেছেন। তার পরেও এভাবে অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করলেন তাঁর ম্যানেজার। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সাউথ সুপারস্টার।
advertisement
রশ্মিকার ঘনিষ্ঠের বক্তব্য, ‘‘রশ্মিকার সঙ্গে ৮০ লক্ষ টাকা প্রতারণা করেছেন তাঁর ম্যানেজার, এমন খবর পাওয়া গিয়েছে। কিন্তু রশ্মিকা এই বিষয়ে নিয়ে কোনও জলঘোলা করতে চাননি বলে নীরব রয়েছেন। নিজের হাতেই সবটা সামলাতে চাইছেন তিনি। চাকরি থেকে বরখাস্ত করেছেন ম্যানেজারকে।’’
এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’ ছবির কাজ চলছে রশ্মিকার। এই ছবিতে আলিয়া ভাটের স্বামী ছাড়াও অনিল কাপুর, ববি দেওলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। তা ছাড়া অল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তির শ্যুট করছেন নায়িকা।