Mayoori Kango: হঠাৎ উধাও অজয়, আরশাদের নায়িকা, সেই ময়ূরী আজ সুন্দর পিচাইয়ের সহকর্মী! গল্প শুনলে চমকে যাবেন

Last Updated:
Mayoori Kango: বলিউডে নামজাদা তারকাদের সঙ্গে জুটি, একাধিক ধারাবাহিকে নায়িকা, গানের ভিডিওতে অভিনয়, মধ্যগগনে সব কিছু ছেড়ে দিয়ে হারিয়ে গেলেন ময়ূরী কাঙ্গো।
1/7
বলিউডে নামজাদা তারকাদের সঙ্গে জুটি, একাধিক ধারাবাহিকে নায়িকা, গানের ভিডিওতে অভিনয়, মধ্যগগনে সব কিছু ছেড়ে দিয়ে হারিয়ে গেলেন ময়ূরী কাঙ্গো। তবে কেবল পর্দা থেকেই হারিয়ে গেলেন। অন্য ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটে উঠলেন সেই নারী।
বলিউডে নামজাদা তারকাদের সঙ্গে জুটি, একাধিক ধারাবাহিকে নায়িকা, গানের ভিডিওতে অভিনয়, মধ্যগগনে সব কিছু ছেড়ে দিয়ে হারিয়ে গেলেন ময়ূরী কাঙ্গো। তবে কেবল পর্দা থেকেই হারিয়ে গেলেন। অন্য ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো ফুটে উঠলেন সেই নারী।
advertisement
2/7
১৯৯৬ সালে যুগল হংসরাজের বিপরীতে ‘পাপা কেহতে হ্যাঁয়’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন ময়ূরী। ‘ঘর সে নিকালতে হি’-র মতো জনপ্রিয় গানে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম ছবি ১৯৯৫ সালের ‘নাসিম’। শেষ ছবি ২০০০ সালের ‘ভামসি’।
১৯৯৬ সালে যুগল হংসরাজের বিপরীতে ‘পাপা কেহতে হ্যাঁয়’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন ময়ূরী। ‘ঘর সে নিকালতে হি’-র মতো জনপ্রিয় গানে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম ছবি ১৯৯৫ সালের ‘নাসিম’। শেষ ছবি ২০০০ সালের ‘ভামসি’।
advertisement
3/7
১৯৯৯ সালে ‘হোগি পেয়ার কি জিত’-এ অজয় দেবগন, আরশাদ ওয়ারসির সঙ্গে অভিনয় করেছিলেন ময়ূরী। কিন্তু ৯০ দশকের শেষে কেরিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও সব ছেড়ে কোথায় চলে গেলেন তিনি?
১৯৯৯ সালে ‘হোগি পেয়ার কি জিত’-এ অজয় দেবগন, আরশাদ ওয়ারসির সঙ্গে অভিনয় করেছিলেন ময়ূরী। কিন্তু ৯০ দশকের শেষে কেরিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও সব ছেড়ে কোথায় চলে গেলেন তিনি?
advertisement
4/7
দ্বাদশ শ্রেণি থেকে একাধিক ছবি, ধারাবাহিকে অভিনয় করেও হঠাৎ ২০০৩ সালে ঔরঙ্গাবাদের এক প্রবাসী ভারতীয় আদিত্য ধিলনকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিলেন ময়ূরী। চলে গেলেন আমেরিকা।
দ্বাদশ শ্রেণি থেকে একাধিক ছবি, ধারাবাহিকে অভিনয় করেও হঠাৎ ২০০৩ সালে ঔরঙ্গাবাদের এক প্রবাসী ভারতীয় আদিত্য ধিলনকে বিয়ে করে অভিনয় ছেড়ে দিলেন ময়ূরী। চলে গেলেন আমেরিকা।
advertisement
5/7
মার্কেটিং অ্যান্ড ফাইনান্সে এমবিএ করলেন সেখানে। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত সে দেশেই চাকরি করলেন। ২০১৩ সালে ফের ভারতে ফিরলেন। ছেলে হল, নাম কিয়ান।
মার্কেটিং অ্যান্ড ফাইনান্সে এমবিএ করলেন সেখানে। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত সে দেশেই চাকরি করলেন। ২০১৩ সালে ফের ভারতে ফিরলেন। ছেলে হল, নাম কিয়ান।
advertisement
6/7
ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পারফর্মিক্স নামে এক সংস্থায় কাজ করলেন। তার পর ২০১৯ সালে ‘গুগল ইন্ডিয়া’-তে চাকরি শুরু করলেন ইন্ডাস্ট্রি হেড হিসেবে। সুন্দর পিচাইয়ের অধীনে কাজ করা শুরু করে মোটা টাকার বেতনের চাকরি করেন এখন।
ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পারফর্মিক্স নামে এক সংস্থায় কাজ করলেন। তার পর ২০১৯ সালে ‘গুগল ইন্ডিয়া’-তে চাকরি শুরু করলেন ইন্ডাস্ট্রি হেড হিসেবে। সুন্দর পিচাইয়ের অধীনে কাজ করা শুরু করে মোটা টাকার বেতনের চাকরি করেন এখন।
advertisement
7/7
প্রসঙ্গত আইআইটি কানপুরেও পড়ার সুযোগ পেয়েছিলেন ময়ূরী। কিন্তু অভিনেত্রী হওয়ার শখে সে সুযোগ জলাঞ্জলি দিয়েছিলেন। এদিকে ময়ূরী অভিনীত ১৬টি ছবি কোনওদিন মুক্তিই পায়নি। কিন্তু ডিজিটাল মিডিয়ায় আজ উজ্জ্বল নক্ষত্র ময়ূরী।
প্রসঙ্গত আইআইটি কানপুরেও পড়ার সুযোগ পেয়েছিলেন ময়ূরী। কিন্তু অভিনেত্রী হওয়ার শখে সে সুযোগ জলাঞ্জলি দিয়েছিলেন। এদিকে ময়ূরী অভিনীত ১৬টি ছবি কোনওদিন মুক্তিই পায়নি। কিন্তু ডিজিটাল মিডিয়ায় আজ উজ্জ্বল নক্ষত্র ময়ূরী।
advertisement
advertisement
advertisement