মার্চের ৫ তারিখে ছিল রশ্মিকার জন্মদিন৷ জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন রশ্মিকা৷ ভক্তদের জন্য তার মিষ্টি বার্তা একেবারে মন ছুঁয়ে যায়৷ তবে কিছু ভক্ত অবশ্য বার্তার পাশাপাশি খেয়াল করেছেন বিশেষ জায়গাটিকে, যেখানে বসে এই ভিডিও বানিয়েছেন রশ্মিকা৷ অনেকেই সেই জায়গার সঙ্গে মিল পেয়েছেন বিজয়ের বাড়ির৷
advertisement
বিজয়ের সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিও ঘাঁটলে বিজয়কেও দেখা যাবে ওই একই রকম বাড়িতে৷ এই বাড়ি ঘিরেই জল্পনা ছড়ায়, তবে কি এক ছাদের তলাতেই থাকছেন বিজয়-রশ্মিকা? কিছু ভক্ত আবার রশ্মিকার হাতের আংটির কথাও তুলে এনেছেন৷
তবে, এই রহস্যকে গুজব বলে উড়িয়ে দিলেন রশ্মিকা নিজেই৷ ট্যুইটারে খানিকটা মজা করেই তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন "আইওওওও.. এটা নিয়ে বেশি ভেবো না বাবু"৷
আরও পড়ুন: NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা
বিজয়-রশ্মিকার প্রেমের চর্চার মাঝেই উঠে এসেছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও৷ সম্প্রতি, দক্ষিণী অভিনেতা সাই শ্রীনিবাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়৷ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী৷ আপাতত 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা ব্যস্ত তাঁর আগামী ছবি গুলির শ্যুটিং নিয়ে৷ খুব তাড়াতাড়ি আল্লু অর্জুনের সঙ্গে মুক্তি পাবে 'পুষ্পা'র দ্বিতীয় ভাগ, নাম 'পুষ্পা: দ্য রুল'৷ অন্যদিকে আবার রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যালে' দেখা যাবে তাঁকে৷