TRENDING:

Vijay Deverakonda-Rashmika Mandanna : ‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই

Last Updated:

সম্প্রতি রশ্মিকার একটি পোস্ট ঘিরেই ফের চর্চায় 'গীতা-গোবিন্দম' জুটি৷ ভক্তদের দাবি তাঁরা একঘরে থাকছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রথম ছবির পর থেকেই ইন্ড্রাস্ট্রির অন্দরে অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা৷ বলিউড থেকে দক্ষিণ, সিনেমামহলে তারকা যুগলের সম্পর্ক নিয়ে আলোচনা সর্বত্র৷ যদিও জনসমক্ষে এই নিয়ে দুজনের কেউই কখনও মুখ খোলেননি, তবে ভক্তরা তাঁদের সম্পর্কে নিয়ে দারুণ উৎসাহী৷ রীতিমতো গোয়েন্দার ঢঙে তদন্ত চালিয়ে তারা বিজয়-রশ্মিকার সম্পর্কের যোগসূত্র খুঁজে বের করেন৷ তার প্রমান মেলে যুগলের সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিলে৷ সম্প্রতি রশ্মিকার একটি পোস্ট ঘিরেই ফের চর্চায় 'গীতা-গোবিন্দম' জুটি৷ ভক্তদের দাবি তাঁরা একঘরে থাকছেন৷
‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’  তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
advertisement

মার্চের ৫ তারিখে ছিল রশ্মিকার জন্মদিন৷ জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেন রশ্মিকা৷ ভক্তদের জন্য তার মিষ্টি বার্তা একেবারে মন ছুঁয়ে যায়৷ তবে কিছু ভক্ত অবশ্য বার্তার পাশাপাশি খেয়াল করেছেন বিশেষ জায়গাটিকে, যেখানে বসে এই ভিডিও বানিয়েছেন রশ্মিকা৷ অনেকেই সেই জায়গার সঙ্গে মিল পেয়েছেন বিজয়ের বাড়ির৷

advertisement

বিজয়ের সোশ্যাল মিডিয়ার ছবি, ভিডিও ঘাঁটলে বিজয়কেও দেখা যাবে ওই একই রকম বাড়িতে৷ এই বাড়ি ঘিরেই জল্পনা ছড়ায়, তবে কি এক ছাদের তলাতেই থাকছেন বিজয়-রশ্মিকা? কিছু ভক্ত আবার রশ্মিকার হাতের আংটির কথাও তুলে এনেছেন৷

তবে, এই রহস্যকে গুজব বলে উড়িয়ে দিলেন রশ্মিকা নিজেই৷ ট্যুইটারে খানিকটা মজা করেই তিনি ভক্তদের উদ্দেশ্যে লেখেন "আইওওওও.. এটা নিয়ে বেশি ভেবো না বাবু"৷

advertisement

আরও পড়ুন: NMACC-তে তাঁদের ভালবাসা নজর কাড়ল, সাজ নয়, হৃতিক-সাবার প্রেমে মুগ্ধ জনতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিজয়-রশ্মিকার প্রেমের চর্চার মাঝেই উঠে এসেছিল তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও৷ সম্প্রতি, দক্ষিণী অভিনেতা সাই শ্রীনিবাসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়৷ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী৷ আপাতত 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা ব্যস্ত তাঁর আগামী ছবি গুলির শ্যুটিং নিয়ে৷ খুব তাড়াতাড়ি আল্লু অর্জুনের সঙ্গে মুক্তি পাবে 'পুষ্পা'র দ্বিতীয় ভাগ, নাম 'পুষ্পা: দ্য রুল'৷ অন্যদিকে আবার রণবীর কাপুরের সঙ্গে 'অ্যানিম্যালে' দেখা যাবে তাঁকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda-Rashmika Mandanna : ‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল