TRENDING:

Vijay Deverakonda,Rashmika Mandanna : একসঙ্গে লেন্সবন্দি বিজয়-রশ্মিকা! প্রেমের গুঞ্জনে কি শিলমোহর? তুঙ্গে জল্পনা

Last Updated:

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় এবং রশ্মিকাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে তাঁদের গোপন প্রেমের কথা শোনা যায়। কিছুদিন আগেই তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল দেশ। শোনা যাচ্ছিল রশ্মিকা নাকি অন‍্য এক পুরুষের প্রেমে পড়েছেন। এই খবরে মন ভেঙেছিল তারকা জুটির বহু ভক্তের। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি অবশ‍্য একেবারে অন‍্যরকম বার্তা দিচ্ছে। বিজয়-রশ্মিকার প্রেম নাকি অটুট?
একসঙ্গে লেন্সবন্দি বিজয়-রশ্মিকা! প্রেমের গুঞ্জনে কি শিলমোহর? তুঙ্গে জল্পনা
একসঙ্গে লেন্সবন্দি বিজয়-রশ্মিকা! প্রেমের গুঞ্জনে কি শিলমোহর? তুঙ্গে জল্পনা
advertisement

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে বিজয় এবং রশ্মিকাকে। বন্ধুদের সঙ্গে একটি রেস্তোঁরাতে সময় কাটাচ্ছেন ‘গীতা-গোবিন্দম’ জুটি। রেডইট শেয়ার করা মাত্রই ভাইরাল এই ভিডিও। বিজয়-রশ্মিকা জুটির ভক্তরা রীতিমতো উত্তেজিত তাঁদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখে।

দেখুন সেই ভিডিও

Vijay D and Rashmika spotted with their friends & family. So they are actually dating.

advertisement

by u/Muted-Expression-109 in BollyBlindsNGossip

দু মাস আগেই ছড়িয়ে পড়েছিল বিজয়-রশ্মিকার ব্রেক আপের খবর। শোনা যাচ্ছিল ‘পুষ্পা’ অভিনেত্রী বিজয়ের নয়, প্রেমে পড়েছেন তেলেগু অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের। দুজনকে নাকি বেশ কয়েকবার একসঙ্গে দেখাও গিয়েছে। দুজনের বন্ধুত বেশ গাঢ়। বিনোদন জগতের এক নামী সংবাদসংস্থা সূত্রের খবর ছিল এমনটাই।

advertisement

তবে এই খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন শ্রীনিবাস। রশ্মিকা এবং তিনি দুজনে শুধুই ভাল বন্ধু। এই খবরকে গুজব বলেই আখ‍্যা দেন শ্রীনিবাস।

আরও পড়ুন: নতুন প্রেম করছেন শ্রীদেবীর কন্যা? বলিউডের এই তারকাই হচ্ছেন কাপুর পরিবারের জামাই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন‍্যদিকে রশ্মিকা এবং বিজয়ের সম্পর্কের খবর বহুদিন ধরেই। যদিও এই নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে ভক্তরা তাঁদের প্রিয় জুটির প্রেমকে প্রমাণ করতে মরিয়া। কিছুমাস আগে রশ্মিকা এবং বিজয় দুটি নিজেদের আলাদা আলাদা দুটি ছবি শেয়ার করেছিলেন। ছবি আলাদা হলেও তাঁদের মাথার ওপর থাকা ছাদ ছিল একই। তাই ভক্তদের বিশ্বাস একই জায়গাতেই ছিলেন দুজনে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Vijay Deverakonda,Rashmika Mandanna : একসঙ্গে লেন্সবন্দি বিজয়-রশ্মিকা! প্রেমের গুঞ্জনে কি শিলমোহর? তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল