এই উপলক্ষে রণবীরের এক গুচ্ছ ছবি ভাইরাল নেটদুনিয়ায় ৷ একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি অভিনেতা রাম চরণের সঙ্গে কথা বলছেন ৷ অন্য একটি ছবিতে ‘পদ্মাবৎ’ তারকাকে দেখা গিয়েছে ছবির পরিচালক শঙ্কর এবং অন্যান্য কুশীলবদের সঙ্গে কথা বলতে ৷ রণবীর এবং রাম চরণ একটি ছবিতে আড্ডায় মগ্ন ৷ সেখানে তাঁদের সঙ্গে হাজির রামে চরণের বহুমূল্য বাহন ফেরারি-ও ৷ গাড়িটির দাম চার কোটি টাকা বলে শোনা গিয়েছে ৷ রণবীর নিজেও গাড়ির ব্যাপারে অত্যন্ত শৌখিন ৷ তাঁর সংগ্রহেও একাধিক দুর্মূল্য গাড়ি রয়েছে ৷
advertisement
তবে রাম চরণের ফেরারির পাশাপাশি নেটিজেনরা মুগ্ধ রণবীরের জোড়া পনিটেলেও ৷ ছবিতে দেখা যাচ্ছে রণবীরের মাথায় উপরে ও নীচে দু’টি পনিটেল ৷ ‘অন্নপূর্ণা’ স্টুডিয়োতে ‘এসভিসি ৫০’ ছবির মহরতে নেটিজেনদের আলোচনা ও নজরের মধ্যমণি ছিল ওই পনিটেলদ্বয় ৷ রণবীরের নতুন কেশসজ্জা ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ হাজির নানারকম মিম-ও ৷ মাভেরিক রণবীর এর আগে নিজের লুক ও সাজ নিয়ে বহু পরীক্ষানিরীক্ষা করেছেন ৷ এ বার তাঁর জোড়া পনিটেলকে তুলনা করা হয়েছে ওয়াই ফাই যন্ত্রের সঙ্গেও! তবে যতই আজব কেতা হোক না কেন, কেতাদুরস্ত রণবীরের সেটা ক্যারি করেন লা-জবাব কায়দায় ৷
আরও পড়ুন : ইয়োহানির কণ্ঠে মানিকে-জাদুতে মিশে গেল মাধুরীর কটাক্ষ
রণবীরের আসন্ন ছবিগুলির মধ্যে আছে কবীর খান পরিচালিত ‘৮৩’ ৷ ১৯৮৩ সালে ভারতের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপ জয়ের পটভূমিকায় তৈরি হচ্ছে ছবিটি ৷ কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর ৷ কপিলের স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ অর্থাৎ অফ স্ক্রিন ঘরণি এ বার রণবীরের অন স্ক্রিন স্ত্রীও ৷ এ ছাড়া রণবীর অভিনয় করছেন যশ রাজ ফিল্মসের ‘জয়েশভাই জোরদার’ ছবিতেও ৷
আরও পড়ুন : গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিদাতা গণপতিকে ঘরে আনলেন শিল্পা
রণবীরকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে, জোয়া আখতার পরিচালিত ‘গল্লি বয়’ ছবিতে ৷ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া ভাট, সিদ্ধার্থ চতুর্বেদী এবং কল্কি কোয়েচলিন ৷