সিনেমা(Gehraiyaan) দেখার পর রণবীর কমেন্ট করে দীপিকাকে জানিয়েছেন 'তুমি সব থেকে সুন্দর বেবি।" দীপিকা গেহরাইয়াঁ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেখানেই একথা লেখেন রণবীর। ছবি রিলিজের আগেই পর্দায় দীপিকার চুমুর দৃশ্য দেখে অনেকেই বলেছেন পজেসিভ রণবীর কি মেনে নেবেন? এই কমেন্ট করে রণবীর বোঝালেন কাজ এবং ব্যক্তিগত জীবন কখনই এক নয়।
advertisement
গেহরাইয়াঁ(Gehraiyaan) নিয়ে অনেক রকম চর্চা চলছে। কিন্তু দীপিকাকে দেখে মুগ্ধ সকলে। তাঁর সামনে পাত্তা পাচ্ছেন না কেউ। কী অসাধারণ অভিব্যক্তি। দীপিকা যখন যে চরিত্র করেন সেদিকে নজর রাখেন। তেমনটাই হয়ে ওঠেন। এটাই একজন দক্ষ অভিনেত্রীর পরিচয়। শকুন বাত্রা এই ছবিতে সব নজর দীপিকাকে দিয়েছেন। আর তাই হয়ত খেই হারিয়েছে গল্প। পরকীয়ার পাগলকরা উন্মাদনা থাকলেও, তা যেন সম্পূর্ণ নয়। সব থেকে বড় কথা কারও সঙ্গে এমন হতেই পারে ! ছোটবেলার খারাপ ঘটনা গোটা জীবন তাড়া করে। তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়। আজকালের ছেলে মেয়েরা পরকীয়ায় পড়লে, এবং যৌনতায় পাগল হলে, সত্যিই কী তার পরিণতি নিয়ে এতটা আবেগপ্রবণ হয়? নানা কারণেই 'গেহরাইয়াঁ'তে গভীরতা নেই।