TRENDING:

Tik Tok-ভিডিওতে গায়ককে চড় ! ফের ভাইরাল রাণু মণ্ডল

Last Updated:

ভাইরাল হওয়াটা রাণুর কাছে একবারে যেন জলভাত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাইরাল হওয়াটা রাণুর কাছে একবারে যেন জলভাত ৷ সেই রানাঘাটের স্টেশন থেকে ভাইরাল হওয়া শুরু ৷ এক গানেই একেবারেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ৷ তারপর তো গোটা কাণ্ডটা সবারই জানা ৷ হিমেশ রেশমিয়ার চোখে পড়ে রাণু তো এখন সেলিব্রিটি ৷ আর রানাঘাটের রাণু সেলিব্রিটি হওয়ার পর, সব সময়ই খবরের শিরোনামে ৷ রাণু কখন, কী করছেন, তা নিয়ে সবাই একেবারে তটস্থ !
advertisement

সেই জনপ্রিয়তাকে সঙ্গী করেই এবার এবার টিকটকে হাতে খড়ি করে ফেললেন রাণু ৷ টিকটকেও গেয়ে উঠলেন ‘তেরি মেরি’ গান ৷ আর সেই টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল ৷

রাণুর টিকটক ভিডিওতে দেখা গেল, একজন ভদ্রলোক হিমেশ রেশমিয়ার সুরে ‘বডিগার্ড’ ছবির গান গাইছেন ৷ রাণু তাঁকে হঠাৎই চড় মেরে বসলেন ৷ তারপর মনখোলা হাসি ৷ হাসি থামিয়ে গেয়ে উঠলেন নিজের গাওয়া তেরি মেরি গানটি৷

advertisement

দেখুন সেই ভিডিও---

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tik Tok-ভিডিওতে গায়ককে চড় ! ফের ভাইরাল রাণু মণ্ডল