TRENDING:

রানাঘাটের নয়, এবার গুয়াহাটি স্টেশনের রাণু হলেন ভাইরাল !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অবিকল যেন রাণু মণ্ডল ৷ দেখতে, শুনতে, আচার-আচরণে ! হ্যাঁ, ব্যাপারটা শুনে হতবাক হলেও, ঘটেছে এমনই এক ঘটনা ৷ তবে এবার রানাঘাটে নয় ৷ বরং গুয়াহাটি স্টেশনে ধরা পড়লেন নতুন রাণু মণ্ডল ৷ নেটিজেনরা যার নাম দিয়েছেন রাণু মণ্ডল টু্ !
advertisement

আসুন ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ রানাঘাটের স্টেশনে বসে গান গাইতেন রাণু মণ্ডল ৷ এলাকার লোকে তাঁকে রানাঘাটের লতা বলেই চিনতেন ৷ তারপর একদিন এক ভদ্রলোক, যার অরিত্র রাণুর গান শুনে মুগ্ধ হয়ে, ভিডিও করে ফেসবুকে আপলোড করেন৷ তারপর গোটা কাণ্ডটা তো জানে বিশ্ব৷ রানাঘাট থেকে সোজা হিমেশ রেশমিয়াঁর রেকর্ডিং স্টুডিওতে ৷ এরপর ‘তেরি মেরি কাহানি’ সুপারহিট !

advertisement

সেই রাণুর স্মৃতিকে সঙ্গে নিয়েই এবার গুয়াহাটি স্টেশনেও প্রায় ঘটল এমনই ঘটনা ৷ দেখা গেল এক মহিলাকে গুয়াহাটি স্টেশনে বসে গান গাইতে ৷ সেই মহিলা একেবারেই যেন রাণু মণ্ডল ৷ আর তাঁকে পেয়ে নেটিজেনরা শুরু করলেন গান গাওয়ার অনুরোধ ৷ মহিলা স্টেশনে বসেই গেয়ে উঠলেন রাণুর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ গান ! আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
রানাঘাটের নয়, এবার গুয়াহাটি স্টেশনের রাণু হলেন ভাইরাল !