তব কেউ কেউ হয়তো রাণুর এই সাফল্যে একটুও খুশি নন৷ আর তাই তো রাণুকে নকল করে ইন্টারনেট জুড়ে শুরু হয়েছে খিল্লি ৷ ট্যুইটারে, ফেসবুকে ইনস্টাগ্রামে রাণুকে নকল করে তৈরি হচ্ছে মিম ৷
তবে তাতে কি? রাণু এগিয়ে চলেছেন স্বপ্নপূরণের দিকে ৷ আর এই যাত্রায় তাঁর সঙ্গী সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া ৷ ‘তেরি মেরি কহানি’র পর এবার সামনে এল হিমেশ রেশমিয়া সুরে গাওয়া রাণু মণ্ডলের আরেকটি গান ৷ গানের কিছুটা অংশ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন হিমেশ নিজেই ৷ নীল শাড়ি পরে মাইকের সামনে দাঁড়িয়ে রাণু যেন এবার আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট ৷ আর সাহস জোগানোর জন্য তো পাশে রয়েইছেন হিমেশ ৷
advertisement
তবে এবার রাণু পাশে টেনে নিলেন নিজের মেয়ে সাথী রায়কে ৷ আর গেয়ে উঠলেন গান ৷ সাথী আর রাণু মিলে গাইলেন ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে’ গানটি ৷ ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার হতেই ভাইরাল ৷
দেখুন ভিডিও---