TRENDING:

গরু বিক্রি করতে চাইছেন রণদীপ হুডা !

Last Updated:

বলিউড অভিনেতা রণদীপ হুডা যে কোনও দিনও এরকম পোস্ট করবেন তা হয়তো কোনও দিনই আশা করেননি কেউ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেতা রণদীপ হুডা যে কোনও দিনও এরকম পোস্ট করবেন তা হয়তো কোনও দিনই আশা করেননি কেউ ৷ কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেললেন রণদীপ !
advertisement

বৃহস্পতিবার রণদীপ হুডা নিজের ফেসবুকে আপলোড করে বসলেন এক বাছুরের ছবি ! সঙ্গে অবশ্য ছিলেন তিনিও ৷ বাছুরের নাম ‘ভাবা’ ৷ বয়স মাত্র পনেরো দিন ! তবে রণদীপ যে পশু প্রেমি তা নতুন কোনও খবর নয় ৷ কিন্তু এই ছবি পোস্ট করে রণদীপ লিখলেন, ‘আমার সঙ্গে রয়েছে সুন্দরী ভাবা ৷ আমার বন্ধু ৷ এই ভাবা থাকে জয়ন্ত মুলের ফার্মে ৷ এখান থেকেই সেরা দুধ যায় গোটা পুণে শহরে ৷ আপনারা কেউ যদি ভাবাকে কিনতে চান...যোগাযোগ করুন ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
গরু বিক্রি করতে চাইছেন রণদীপ হুডা !