ঘটনাটি দিন কয়েক আগে ঘটেছে। জানা যায়, ঘোড়ার পিঠে বসেই তিনি হঠাৎ জ্ঞান হারান। তার পরেই পড়ে গিয়ে হাঁটু এবং পায়ে চোট লেগেছে তাঁর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত চিকিৎসকরা রণদীপকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। বাঁ পায়ে অস্ত্রোপচার করানো হবে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ললিত মোদি অক্সিজেন সাপোর্টে, দ্রুত আরোগ্যের শুভেচ্ছা সুস্মিতার ভাইয়ের
advertisement
কিন্তু কেন জ্ঞান হারালেন রণদীপ?
'স্বতন্ত্র বীর সাভারকর' ছবির নামভূমিকায় অভিনয় করছেন তিনি। আর তার জন্য ২২ কিলো ওজন কমিয়েছেন অভিনেতা। এর আগেও 'সর্বজিৎ' ছবিতে চরিত্রের জন্য ১৮ কিলো ওজন ঝরিয়ে ফেলেছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, ওজন কমিয়ে ফেলার ফলে হাঁটুতে কোনও মাংসই নেই। সে কারণেই ঘোড়া থেকে পড়ে যাওয়ার ফলে হাঁটুর ক্ষতি হয়েছে অনেক বেশি। আর তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: খিটখিটে হয়ে গিয়েছিলাম, অনুষ্কার সঙ্গেই বেশি খারাপ ব্যবহার করতাম, বিস্ফোরক কোহলি!
'স্বতন্ত্র বীর সাভারকর' ছবির অভিনেতাও তিনি। পরিচালনাও তাঁরই। ২০১৯ সালে সলমন খানের 'রাধে'তে অভিনয় করার সময় ডান পায়ে চোট পান তিনি। সেবার ডান পায়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এবার বা পায়ে আঘাত পেলেন তিনি।
প্রশ্ন উঠছে, ছবিতে অভিনয় করার জন্য চরিত্রের সঙ্গে মানানসই শরীর গঠনের জন্য এরকম ভাবে ওজন কমানো কি আদৌ স্বাস্থ্যের পক্ষে ভাল?