গপ্পোটা হল, সম্প্রতি সামনে এসেছে ইমতিয়াজ আলি পরিচালিত নতুন ছবি ‘জব হ্যারি মিটস সেজল’-এর পোস্টার ৷ আর এই পোস্টার দেখেই হঠাৎ রণবীর কাপুর বলে উঠলেন, ‘শাহরুখ-অনুষ্কার এই ছবির নাম আমি দিয়েছি ৷ আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া উচিত শাহরুখের ৷ এই ছবির নাম আমার দেওয়া!’
advertisement
রণবীরের জগ্গা জাসুস-এর নতুন গান ‘গলতি সে মিসটেক’ রিলিজের দিনেই শাহরুখ-ইমতিয়াজের নতুন ছবি নিয়ে এই মন্তব্য করেন রণবীর ৷ রণবীর জানান, ‘আমি মেহেবুব স্টুডিওতে শ্যুটিং করছিলাম ৷ এই স্টুডিওর অন্য ফ্লোরেই শাহুরুখ ও ইমতিয়াজ ছিলেন ৷ তখনই আমি ছবির নামটা সাজেস্ট করি! আমার খুব ভালো লাগছে , ইমতিয়াজ আমার দেওয়া নামটাই রেখেছে!’
তবে রণবীরের এই মন্তব্যকে একেবারেই অস্বীকার করেছেন শাহরুখ খান ৷ ট্যুইট করে শাহরুখ লিখেছেন, ‘রণবীর পাঁচ হাজার টাকা চাইতেই পারে না৷ কারণ এই ছবির নাম মোটেই রণবীর ঠিক করেনি ৷ সুতরাং রণবীর পাঁচ হাজার টাকা পাবেন না ৷ ’