TRENDING:

শাহরুখের কাছে ৫০০০ টাকা চাইলেন রণবীর, উত্তরে শাহরুখ যা বললেন...

Last Updated:

বুঝুন ঠ্যালা ! রণবীর-শাহরুখের মধ্যে শেষমেশ পাঁচ হাজার টাকা নিয়ে বচসা ! গোটা কাণ্ড দেখে একেবারে হতবাক গোটা বলিউড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বুঝুন ঠ্যালা ! রণবীর-শাহরুখের মধ্যে শেষমেশ পাঁচ হাজার টাকা নিয়ে বচসা ! গোটা কাণ্ড দেখে একেবারে হতবাক গোটা বলিউড ৷ যাঁরা কিনা কোটি কোটি টাকা পারিশ্রমিক পান একটা সিনেমায় অভিনয় করে, তাঁরাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ট্যুইটারে যুদ্ধ করে ফেললেন ৷
advertisement

গপ্পোটা হল, সম্প্রতি সামনে এসেছে ইমতিয়াজ আলি পরিচালিত নতুন ছবি ‘জব হ্যারি মিটস সেজল’-এর পোস্টার ৷ আর এই পোস্টার দেখেই হঠাৎ রণবীর কাপুর বলে উঠলেন, ‘শাহরুখ-অনুষ্কার এই ছবির নাম আমি দিয়েছি ৷ আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া উচিত শাহরুখের ৷ এই ছবির নাম আমার দেওয়া!’

advertisement

রণবীরের জগ্গা জাসুস-এর নতুন গান ‘গলতি সে মিসটেক’ রিলিজের দিনেই শাহরুখ-ইমতিয়াজের নতুন ছবি নিয়ে এই মন্তব্য করেন রণবীর ৷ রণবীর জানান, ‘আমি মেহেবুব স্টুডিওতে শ্যুটিং করছিলাম ৷ এই স্টুডিওর অন্য ফ্লোরেই শাহুরুখ ও ইমতিয়াজ ছিলেন ৷ তখনই আমি ছবির নামটা সাজেস্ট করি! আমার খুব ভালো লাগছে , ইমতিয়াজ আমার দেওয়া নামটাই রেখেছে!’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

তবে রণবীরের এই মন্তব্যকে একেবারেই অস্বীকার করেছেন শাহরুখ খান ৷ ট্যুইট করে শাহরুখ লিখেছেন, ‘রণবীর পাঁচ হাজার টাকা চাইতেই পারে না৷ কারণ এই ছবির নাম মোটেই রণবীর ঠিক করেনি ৷ সুতরাং রণবীর পাঁচ হাজার টাকা পাবেন না ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখের কাছে ৫০০০ টাকা চাইলেন রণবীর, উত্তরে শাহরুখ যা বললেন...