১৯৫২ সালে তৈরি পরিচালক বিজয় ভাটের ছবি 'বৈজু বাওরা'র রিমেক তৈরি করবেন সঞ্জয়লীলা বনশালি। এই বছরের শুরু থেকেই এই ছবির কথা ভাবছেন তিনি। তবে এই ছবির জন্য তিনি প্রথম থেকেই ভেবেছিলেন রণবীর সিংয়ের কথা। রণবীর ও দীপিকার প্রতি পরিচালকের আলাদা একটা ভাললাগা আছে। 'রাম-লীলা', 'পদ্মাবৎ' এই দুই ছবিতেই তাঁর প্রথম পছন্দ ছিল রণবীর সিং। কিন্তু এবার বদলে গেল পরিচালকের পছন্দ। তবে 'বৈজু বাওরা'র জন্য রণবীর কাপুরকে পছন্দ করলেন পরিচালক।
advertisement
বলিপাড়ায় প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি সঞ্জয়লীলা বনশালির সঙ্গে ঝামেলা হল রণবীর সিংয়ের ! ঝামেলা নয়। তবে ডেট নিয়ে সমস্যা হয়। এই ছবির জন্য রণবীর সিংই প্রথম পছন্দ ছিলেন। কিন্তু তাঁর ডেট না পাওয়াতেই রণবীর কাপুরকে নিলেন বনশালি। ২০০৭ সালে 'সাওরিয়া' ছবির পর ফের বনশালির ছবিতে কাজ পেলেন রণবীর কাপুর। এ বছরের শেষেই শুরু হবে ছবির শ্যুটিং।