'সঞ্জু'তে এমন একজন বলিউড তারকার জীবন চিত্রায়িত হয়েছে, যিনি সবসময়ই বিতর্কের কেন্দ্র বিন্দুতে ছিলেন। তিনি সঞ্জয় দত্ত। ড্রাগ থেকে অ্যালকোহল, বেআইনি অস্ত্র রাখার অপরাধ সব বিতর্কেই জড়িয়েছেন। ছবিতে দেখানো হয়েছে ড্রাগ ছাড়াতে সঞ্জয় দত্তকে একসময় আমেরিকার নেশামুক্তি কেন্দ্রেও থাকতে হয়েছিল।
কী ভয়নক ছিল সে জীবন সেটা ছবিতে তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে 'সঞ্জু'র অভিনেতা রণবীরও নিজের জীবনের এক ভয়ানক সত্যি কথা স্বীকার করে নিয়েছেন।
advertisement
রণবীর সম্প্রতি একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন, কলেজ জীবনে খারাপ সঙ্গে পড়ে তিনিও মাকি ড্রাগ আসক্ত হয়ে পড়ি। তবে তিনি পরে উপলব্ধি করেন, এভাবে চলতে থাকলে, ড্রাগ নিতে থাকলে তাঁর জীবনে আর কিছুই হবে না। যদিও সে সময় ড্রাগ নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন বলে জানিয়েছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 04, 2018 4:44 PM IST
