ছবিতে দেখা যাচ্ছে, আলিয়ার বান্ধবীদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে একটি কাগজ দেখাচ্ছেন রণবীর কাপুর। বিয়ের পোশাকে রণবীরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন ব্রাইডসমেডস অর্থাৎ কনের বান্ধবীরা। আর রণবীরের হাতে ধরা কাগজে কিছু একটা লেখা রয়েছে। আলিয়ার বান্ধবীর তানিয়া সাহা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রণবীর-আলিয়ার বিয়ের বেশ কিছু ছবি। সেখানেই পাওয়া গিয়েছে রণবীরের সেই ছবি।
advertisement
আরও পড়ুন: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?
আরও পড়ুন: বিয়ের আসরে বরের 'জুতো চুরি', কনেপক্ষ চাইল ১১.৫ কোটি টাকা! আর রণবীর দিলেন...
কাগজে লেখা রয়েছে, 'আমি, রণবীর কাপুর আলিয়ার স্বামী কথা দিচ্ছি ১২ লক্ষ টাকা দেওয়ার সব ব্রাইডসমেডকে'। অর্থাৎ, বিয়েতে আলিয়ার সব বান্ধবীকে ১২ লক্ষ টাকা দেওয়ার কথা দিয়েছেন রণবীর কাপুর। কিন্তু এই টাকা কেন দিলেন রণবীর? বলিউড সূত্রে খবর, বিয়ের রীতি অনুযায়ী বরের জুতো লুকিয়ে রাখার পর যে সাড়ে ১১ কোটি টাকা চাওয়া হয়েছিল, তা মাত্র ১ লক্ষ টাকায় রফা করেন রণবীর। কিন্তু পরে ফের বরকে চেপে ধরেন কনের বান্ধবীরা। আর তার পরেই মোট ১২ লক্ষ টাকা দেওয়ার কথা হয়।
যদিও শেষ পর্যন্ত সেই টাকা কনের বান্ধবীরা পেয়েছেন কিনা তা জানা যায়নি। বিয়ের আগের সন্ধেতে 'বাস্তু'তেই বসেছিল বলিউডের এই তারকা জুটির মেহেন্দির আসর। দুই পরিবারের কাছের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও মেহেন্দিতে নিমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রিতে রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। আলিয়ার শেয়ার করা ছবিতে উঠে এসেছে সেদিনের নানা মুহূর্ত। হাসি-কান্না-নাচ-গান-সারপ্রাইজে ভরা মেহেন্দির অনুষ্ঠানের ছবি শেয়ার করে খানিকটা আবেগঘন হয়েছিলেন আলিয়া।