সংবাদমাধ্যমের সামনে রণবীর বললেন, "আমার জীবনের দুই ভালবাসাকে প্রেম দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আমার স্ত্রী আলিয়া আর আমার মিষ্টি মেয়ে রাহা। ওরাই আমার জীবনের প্রেম। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।' এর পরেই তাঁদের উদ্দেশে হাওয়ায় চুমু ছুড়ে দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন: বাঙালি অভিনেত্রীর প্রেমে স্মিতা পাটিলের ছেলে, ছবি দিয়ে জল্পনার অবসান প্রতীকের
advertisement
আরও পড়ুন: 'পাঠান' সফল হতেই বদলে গেল সুর! শাহরুখের গুণগান, বয়কট গ্যাংকে তুলোধনা বিবেকের
নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁদের পৃথিবী। পাশাপাশি চলছে কাজও। মুক্তি পেতে চলেছে লভ রঞ্জন পরিচালিত 'তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে দেখা যাবে রণবীরকে। তাঁর বিপরীতে শ্রদ্ধা কাপুর।
অতিমারির কারণে দীর্ঘ সময় ছবিটির শ্যুট স্থগিত ছিল। কাজ শুরু হতেই ফের দুর্ঘটনা। মাস কয়েক আগে আগুন লেগে যায় ছবির সেটে। যার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। শেষমেশ বাধাবিপত্তি কাটিয়ে ২০২৩-এর ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।
