ইডি রণবীরকে আগামী ৬ অক্টোবর, ছত্তীসগড়ের রায়পুরে সংস্থার অফিসে হাজির হতে বলেছে। প্রায় ১৪-১৫ জন সেলিব্রিটি এই মামলায় ইডির আতসকাচের তলায়, এবং তাঁদেরও শীঘ্রই তলব করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: রণবীর কাপুরকে ইডির তলব, মহাদেব বেটিং দুর্নীতিতে শুক্রবার জেরা করা হবে বলি তারকাকে
advertisement
সূত্রের দাবি, ‘রণবীর কাপুরকে ডাকা হয়েছে বেটিং অ্যাপের ব্যবসার লেনদেন বোঝার জন্য। এ মুহূর্তে তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। তাঁর প্রাপ্ত অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে। রণবীর ষড়যন্ত্রের অংশ নাও হতে পারে তবে বিষয়টি বোঝা খুব গুরুত্বপূর্ণ।’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের কর্ণধারের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী এবং হাওয়ালা অপারেশনের যোগসূত্র রয়েছে তো বটেই, এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও সংযোগ রয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে এই সংস্থার সাফল্য উপলক্ষে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক বলি তারকা। তা ছাড়া অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকারের বিয়েতেও হাজিরা দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে মোট ১৭ জন এখন ইডির আতসকাচের তলায়।
