লাল ঢিলেঢালা আলখাল্লা স্যুটে আলিয়া, সঙ্গে সাদা-শার্ট আর জিন্স পরে রণবীর। সঙ্গে পরেছেন শীতের টুপি। যেন আলিয়ার সান্টা রণবীরই। পরিবারের সবাই মিলে এক খুশির বড়দিন উদযাপন কাপুর পরিবারে। নেটমাধ্যমে সেই পারিবারিক ছবিই শেয়ার করেন আলিয়া ভাট। ছবির ক্যাপশনে লেখেন, ‘‘এই আমার বিশ্ব। সেরা মানুষদের সঙ্গে সেরা সময় কাটাচ্ছি।’’ সব ভক্তকেই ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ
আরও পড়ুন : বড়দিনের বড় ধামাকা! বাবা-ছেলের যুগলবন্দির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, সঙ্গে ইনি কে?
কাপুর পরিবারের বসার ঘরে আজ তুমুল আড্ডা। রয়েছেন, শাম্মি কপূর, নীতু কপূর, করিশ্মা কপূর, সঙ্গে রয়েছেন রণবীর আর আলিয়া। সদ্য মা হয়েছেন আলিয়া ভাট। তাঁকে যেন পরিবারের সবাই আগলে রেখেছে। সেই খুশির ছবিই ধরা পড়ল নায়িকার নেটমাধ্যমে।