বনি কাপুরের কথায়, ‘রণবীর কাপুর এমন একজন অভিনেতা, যাঁকে আমি কখনওই সেটে কারও কাজ নকল করে নিজের বলে চালাতে দেখিনি। আমি বলতে চাইছি যে, আমরা টানা একবারে ১৬ ঘণ্টা শ্যুটিং করে গিয়েছি। গরমের মরশুমে দিল্লিতে আমরা শ্যুটিং করেছিলাম। আমরা শিডিউল পরিবর্তন করেছিলাম। দিনের বেলায় শ্যুটিংয়ের বদলে আমরা রাতে শ্যুট করতাম। ওই রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত। যাতে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে। একবারের জন্যও কিন্তু এটা নিয়ে রণবীর অভিযোগ করেননি।’
advertisement
স্মৃতির সরণি বেয়ে বনি আরও বলেন যে, ‘আমার মনে আছে, রণবীর একটি দৃশ্যের জন্য ৫২ বার রিটেক দিয়েছিলেন। কলাকুশলীদের প্রতি পুরোপুরি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। আসলে একাধিক কারণে রিটেক দিতে হয়েছিল। এদিকে একটা শটের জন্য ১৩-১৪ বার রিটেক দিতে হলেই আমি বিরক্ত হয়ে যায়। রণবীর আমার কাছে এসে বলেছিলেন যে, যতক্ষণ না পরিচালক সন্তুষ্ট হচ্ছেন, আপনাকে সমস্তটা করে যেতে হবে। আর ওঁর ধৈর্য… সেটে রণবীর থাকা মানে সেটা সত্যিই আনন্দের বিষয়।’
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! শুক্রের ঘরে মঙ্গল গোচর, কপাল পুড়বে ৫ রাশির, আর্থিক কষ্ট, জীবন ‘নরক’ করে ছাড়বে…
এর দিন কয়েক আগেই রণবীরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেতা সৌরভ সচদেবাও। রণবীরের সঙ্গে তিনি কাজ করেছেন ‘অ্যানিম্যাল’ ছবিতে। ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে আলাপচারিতার কালে সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে।
জবাবে সৌরভ বলেছিলেন যে, ‘উনি দুর্দান্ত। আর একজন কৌতূহলী মানুষ। উনি সব কিছু জানতে চাইবেন। শুধু পাশে বসে কথা বলতে শুরু করেন। আমার টেকনিক নিয়ে প্রচুর কথা বলেছিলেন রণবীর। আমি ওঁকে আমার মাস্ক ওয়ার্কের বিষয়েও বলেছি। তাতে রণবীর বলেন, উনিও সেটা করতে চান। আমি বলেছিলাম যে, আমরা নিশ্চয়ই করব। এটা সত্যিই মজাদার। আর কৌতূহল তো একজন শিল্পীর সেরা বন্ধু।’ প্রসঙ্গত, বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রণবীর। ছবিটি আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পেতে চলেছে।