পেক্ষাগৃহে উপচে পড়া ভিড় রণবীর কাপুর অভিনীত এই ছবি দেখার জন্য ৷ ছবি দেখে এসে সবার মুখে একটাই কথা ‘ফাটিয়ে অভিনয় করেছেন রণবীর ৷ ছবি দেখতে দেখতে মনে হচ্ছিল, যেন সঞ্জয় দত্তকেই পর্দায় দেখছি ৷’’
সঞ্জয় দত্ত ভক্তদের মধ্যে পরিচিত ‘সঞ্জু’ হিসেবেই ৷ আর ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই চেনে ‘সঞ্জুবাবা’ নামেই ৷ আর তাঁকে নিয়ে তৈরি হওয়া ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণটা দিয়েই দিলেন রণবীর ৷ তবে দিতে পারলেন না সঠিক উত্তর ৷ আসলে এই ছবিতে অভিনয় করার আগে সঞ্জয় দত্তকে নিয়ে গভীর রিসার্চ করে ফেলেছিলেন রণবীর ৷ ছবিতে এত ভাল ভাবে ফুটিয়ে তুললেও সঞ্জয় দত্তকে নিয়ে একটা প্রশ্নের উত্তরে কিন্তু ডাহা ফেল হলেন এই তারকা!
advertisement
কী সেই প্রশ্ন ? নানা এমন কিছু কঠিন প্রশ্ন নয় ৷ প্রচণ্ড সহজ প্রশ্নই করা হয়েছিল ‘মিড ড’-এর একটি ইন্টারভিউয়ে ৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘সঞ্জয় দত্ত-র পুরো নাম কী?’’এর উত্তরে রণবীর বলেছিলেন, ‘‘সঞ্জয় সুনীল দত্ত?’’ অর্থাৎ তাঁরও জানা ছিল না সঞ্জয় দত্তের আসল নাম ৷ এমনকী সঞ্জয় দত্তের বহু ভক্তই এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ৷ আসুন জেনে নেওয়া যাক উত্তরটা কী? সঞ্জয় দত্তের পুরো নাম হল-সঞ্জয় বলরাজ দত্ত ৷