আরও পড়ুন: এই প্রজন্মের নারীদের জন্য করুণা হয়, এমন এক পুরুষ তৈরি হচ্ছে… ‘অ্যানিমাল’ দেখে বিস্ফোরক গীতিকার
রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানা অভিনীত ব্লকবাস্টার ছবি নিয়ে মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। মুক্তির পরই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি নিয়ে দর্শকেরা যেন দু’ভাগে ভাগ হয়ে গিয়েছিল। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।
advertisement
একদিকে দলে দলে লোক ভিড় করেছে প্রেক্ষাগৃহে। অন্যদিকে নেটিজেনদের একাংশ ধিক্কার জানিয়েছে উগ্র পৌরুষের এই উদযাপনকে।
সেই ছবি এবার মুক্তি পাচ্ছে ওটিটি-তে। আগামিকাল, ২৬ জানুয়ারি, নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘অ্যানিমাল’। নেটফ্লিক্সের তরফে পোস্ট দিয়ে জানানো হল, হিন্দি ছাড়াও আরও কয়েকটি ভারতীয় ভাষায় মুক্তি পাবে ছবিটি। তামিল, তেলুগু, মালয়ালম এভং কন্নড় ভাষাভাষি মানুষও নিজেদের ভাষায় রণবীর-রশ্মিকার বিতর্কিত ছবিটি দেখতে পাবেন।