রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেমপর্ব চলাকালীন তাঁরা মিডিয়ার সামনে নিজেদের সম্পর্কের কথা একাধিকবার স্বীকার করেছেন। দীপিকা তো রণবীরের প্রেমে পড়ে নিজের ঘাড়ে RK লেখা ট্যাটুও করিয়েছিলেন। কিন্তু সেই প্রেম তাঁদের টেকেনি। সম্প্রতি তাঁদের প্রেমপর্ব চলাকালীন ছবির প্রচারপর্বের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নতুন করে।
আরও পড়ুন: নিওন বিকিনিতে নাভিতে বালি মেখে পোজ সারার, ছবি নিমেষে ভাইরাল
সেখানে দেখা যাচ্ছে, কখনও সাক্ষাৎকার চলাকালীন রণবীরের হাতে চুমু খাচ্ছেন দীপিকা। কখনও আবার নাচ করছেন, কখনও আবার দাড়ি চুলকে গালে আদর করছেন নায়িকা। প্রিয় জুটির এমন প্রেমে ভরপুর ভিডিও স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে অনুরাগীদের। ভিডিওটি ফের একবার নেটপাড়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: বডিকন মিনি ড্রেসে উপচে পড়ছে যৌবন, দিশাকে দেখে কুপোকাত অনুরাগীরা
২০১১-এ একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, কেন রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙতে হয়েছিল। কী ভাবে রণবীর কাপুর তাঁর সঙ্গে প্রতারণা করেছিলেন। সে দিন দীপিকা বলেছিলেন,'আমার কাছে শারীরিক সম্পর্ক মানে তা শুধু শরীর কেন্দ্রিক নয়, সেখানেও আবেগ থাকে। সম্পর্কে থাকাকালীন কখনওই আমি কাউকে ঠকাতে পারব না। কিন্তু আমার সঙ্গে যদি এই ঘটনা ঘটে সেখানে আমার কী করার আছে। এর থেকে আনন্দ করে একা থাকাই ভাল।' পরে দীপিকা রণবীর সিংকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।