আরও পড়ুন- বড় ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর! কাশ্মীর ফাইলসের পর আসছে ফাইল সিরিজের এই নতুন সিনেমা
ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের সঙ্গে নিয়ে ১৪ এপ্রিল বাস্তুতে বিয়ে সারেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট । বিয়ের পর, আলিয়া ভাট বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন “আজ, আমাদের পরিবার এবং বন্ধুবেষ্টিত, বাড়িতে... আমাদের প্রিয় জায়গা বারান্দায়, আমরা আমাদের সম্পর্কের গত ৫ বছর কাটিয়েছি – আজ আমরা বিয়ে করেছি। কত কত স্মৃতি জমা হয়েছে, একসঙ্গে আরও স্মৃতি তৈরির অপেক্ষা এখন... স্মৃতি যা ভালবাসা, হাসি, আরাম, নীরবতা, একসঙ্গে রাত জেগে সিনেমা দেখা, খুনসুটি, ওয়াইন খাওয়ার আনন্দ এবং চাইনিজ খাবারের নেশায় পূর্ণ। আমাদের জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে সমস্ত ভালবাসা বর্ষণ এবং আলোর জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা এই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছেন। ভালোবাসা, রণবীর এবং আলিয়া।”
আরও পড়ুন- সোনম কাপুরের বাড়ি থেকে চুরি করা টাকায় গাড়ি কিনল অপরাধীরা! কীর্তি ফাঁস ধৃতদের
রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পরই ইনস্টাগ্রামে ডিপি পরিবর্তন করেছেন আলিয়া ভাট। বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা পোশাক পরেছিলেন এই দম্পতি। আলিয়ার আইভরি রঙা শাড়িতে তাঁর বিয়ের তারিখ এমব্রয়ডারি করা ছিল।
আলিয়া ভাট এখন ব্যস্ত করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানির শ্যুটিং নিয়েই এছাড়াও তাঁকে দেখা যাবে ডার্লিংস, অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র এবং ফারহান আখতারের জি লে জারা চলচ্চিত্রে।