বুধবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় ব্রহ্মাস্ত্র ছবির এক ঝলক প্রকাশ করেন। পাশাপাশি জানান, আলিয়া ও রণবীর নতুন জীবনের শুরু করতে চলেছেন। তাঁদের জন্য উপহার স্বরূপ এই ভিডিও শেয়ার করেছেন তিনি। অয়নই আলিয়া ও রণবীরের বিয়ের সমস্ত জল্পনা স্পষ্ট করে দেন। আর এই বিয়েতে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়ে ফেলেছেন রণবীরের প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী দীপিকা পাডুকোন।
advertisement
আরও পড়ুন- রণবীর-আলিয়ার বিয়েটা হচ্ছেই! বিশেষ ভিডিও ফাঁস করে দিলেন রালিয়ার প্রিয় বন্ধু
ব্রহ্মাস্ত্র-র ভিডিওটি অয়নের সঙ্গে করণ জোহরও শেয়ার করেছেন। দুজনের শেয়ার করা পোস্টই লাইক করতে বেশি সময় নেননি দীপিকা। আর এই বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনের। এক সময়ে বেশ তিক্ত ভাবেই সম্পর্ক শেষ হয়েছিল রণবীর ও দীপিকার। দীপিকাকে অভিনেতা প্রতারণা করেছিলেন বলেও শোনা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে দীপিকা ও রণবীর সিং দুজনেরই সম্পর্ক ভাল। তাই এখন রণবীর কাপুরের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীপিকার।
বলিউডের আরও তারকারা আলিয়া রণবীরের এই ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র ছবি থেকেই প্রেম শুরু দুজনের। তাই এই ছবি এই তারকা জুটির খুব কাছের। সেই ছবিরই প্রথম গানের এক ঝলক দিয়ে অয়নই নিশ্চিত করেছেন, সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন রালিয়া। ভিডিও শেয়ার করে তিনি লিখছেন, "রণবীর ও আলিয়ার জন্য। খুব শীঘ্রই ওরা যে পবিত্র যাত্রা শুরু করতে চলেছে তার জন্য।"