রাম চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল, লক্ষ্ণণ চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল লহরি, সাতী চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া ৷ তবে আশ্চর্যের বিষয় হল এই যে রামায়ণে রাম-সীতা-লক্ষ্ণণ চরিত্রের মধ্যে এক সমান্তরাল আকর্ষণ পাওয়া গিয়েছে ৷ অভিনয়ের সারল্য ও সাবলীলতা লক্ষ্য করা গিয়েছে রামায়ণের আগে একটি শোয়ে পর্দায় লক্ষ্ণণ ও সীতা অর্থাৎ সুনীল ও দীপিকা একসঙ্গে কাজ করেছিলেন ৷
advertisement
দীপিকা ও সুনীলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে একসঙ্গে পর্দার লক্ষ্ণণ ও সীতাকে এক ফ্রেমে দেখা গিয়েছে দীপিকা চিখলিয়া তাঁর ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন ৷ সুনীল লহরির অ্যাকাউন্টেও সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ অনেকেই জানেনা ১৯৮৮ সালে রামানন্দ সাগরের বিক্রম বেতাল (বেতাল পঞ্চবিংশতি) অভিনয় করেছিলেন দীপিকা ও সুনীল লহরি ৷ শো-এর একটি গল্পে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করিছিলেন রামায়ণের লক্ষ্ণণ ও সীতা ৷ দেখুন সেই ভাইরাল ভিডিও ৷