TRENDING:

ফোটোগ্রাফের সঙ্গে কবিতার কোলাজ, নতুন এক জার্নির গল্প

Last Updated:

ফোটোগ্রাফি ও কবিতাকে মেলানোর চেষ্টা। প্রতিটি ফোটোগ্রাফের সঙ্গে ২-৪ লাইনের সামঞ্জস্যপূর্ণ কবিতা। ফোটোগ্রাফি ও কবিতা প্রতিটিই নিজগুণে স্বতন্ত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
TRIDIB BHATTACHARYA
advertisement

#কলকাতা: একটা জার্নির গল্প। বলছেন, দুই বন্ধু। কিছুটা ছন্দে আর কাব্যে, বাকিটা ফোটোগ্রাফে। বলা ভাল, জীবনের এক লিরিক্যাল যাত্রা। সেই যাত্রার কাহিনী এবার বন্দী দুই মলাটে। ২০১৬র ভাবনা বাস্তবের রূপ পেতে চলেছে আগামী ১৮ই জানুয়ারি। রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে। আশা, বইমেলাতেও আসর জমাবে এই 'যাত্রা'।

রানা বসু পেশায় ফোটোগ্রাফার। দেশবিদেশের বিভিন্ন জায়গার ছবি তুলে ঘুরে বেরানোটাই তাঁর কাজ। আলো-অন্ধকার আর রঙ নিয়ে তাঁর প্যাশন। এগজিবিশন বা প্রফেশনাল কাজে ব্যবহারের বাইরে, যাবতীয় ফোটোগ্রাফ কম্পিউটারের হার্ড-ডিস্ক আর ক্যামেরার মেমরি চিপসেই বন্দী থাকত এতদিন, যদি না দুই বন্ধুর আড্ডায় একদিন আলো-ছায়ার প্রসঙ্গ উঠত।

advertisement

দেবাশিস সরকার, পেশায় ...। নেশায় কবি। যদিও নিজেকে কবি বলতে চান না। বলেন ছন্দের কারবারি। বিশ্বাস করেন দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। তাঁর কবিতাও নয়। তবে লিখতে ভালবাসেন তাই লেখেন।

২০১৬-এ এক কর্পোরেটের কাজ। প্রশংসাও জোটে বিলকুল। মাথায় নড়ে ওঠে নতুন কিছু করার পুরনো ইচ্ছাটা। ফোটোগ্রাফের সঙ্গে কবিতার কোলাজ। আড্ডার সময় বাড়ে দুই বন্ধুর। লক্ষ্য একটাই, ফোটোগ্রাফ আর কবিতা, দুজনেই যেন জ্যান্ত থাকে স্বকীয়তায়। স্টিল ফোটোগ্রাফি যখন কবিতা হয়ে ওঠে, তখন কবিতাও 'ছবি' হয়ে উঠতে পারে।

advertisement

সেই শুরু। টানা তিন বছরের চেষ্টায় তৈরি হল, একটি কিতাব। নাম 'যাত্রা'। অভিধানগত অর্থ যাই হোক না কেন, মূলকথা জীবনের যাত্রা। জীবনের জন্য যাত্রা। জীবনের সঙ্গে যাত্রা। ফোটোগ্রাফি ও কবিতাকে মেলানোর চেষ্টা। প্রতিটি ফোটোগ্রাফের সঙ্গে ২-৪ লাইনের সামঞ্জস্যপূর্ণ কবিতা। ফোটোগ্রাফি ও কবিতা প্রতিটিই নিজগুণে স্বতন্ত্র। আর পাশাপাশি শোনাচ্ছে আরেক কাহিনী। দুই সৃষ্টিশীল মস্তিষ্কের মেলবন্ধনে গড়ে ওঠা এক জার্নির নামই, যাত্রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পরম্পরা প্রকাশনীর উদ্যোগে পথচলা শুরু ১৮ জানুয়ারি। রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে মাউন্টব্যাটন হলে। উপস্থিত থাকবেন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফার ও অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা-গায়ক সাহেব চট্টোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফোটোগ্রাফের সঙ্গে কবিতার কোলাজ, নতুন এক জার্নির গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল