TRENDING:

Ram Gopal Varma : কলেজের একতরফা প্রেমের প্রেয়সী আজ বিদেশে ডাক্তার, তাঁকে ভেবেই রামগোপাল জন্ম দেন ‘রঙ্গিলা’-র

Last Updated:

এ বার পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma) জানালেন ছবির পিছনে তাঁর অনুপ্রেরণা কে ছিলেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ভারতীয় হিন্দি সিনেমার ইতিহাসে ‘রঙ্গিলা’ অন্যতম মাইলফলক ৷ ছবি মুক্তির দু’ দশকেরও পর এ বার পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma) জানালেন ছবির পিছনে তাঁর অনুপ্রেরণা কে ছিলেন!
advertisement

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘রঙ্গিলা’ (Rangeela) ৷ পর পর একাধিক ট্যুইটে রামগোপাল বলেছেন তাঁর একতরফা প্রেমের কথা ৷ এবং সেই প্রেমই তাঁকে দিয়ে লিখিয়ে নিয়েছিল ‘রঙ্গিলা’-র গল্প ৷ যার সেলুলয়েড রূপে বাজিমাত করেছিলেন আমির খান, ঊর্মিলা মাতণ্ডকর, জ্যাকি শ্রফের অভিনয় ৷

কিন্তু কে ছিলেন রামগোপালের প্রেয়সী ? তাঁর ছবি ও পরিচয় এতদিনে প্রকাশ করেছেন পরিচালক ৷ ট্যুইটারে একটি ছবি শেয়ার করেছেন ৷ লিখেছেন, ‘‘নীল সাঁতারপোশাকে যে মহিলাকে দেখা যাচ্ছে, উনি সত্যা...বিজয়ওয়াড়ার সিদ্ধার্ধ ইঞ্জিনিয়ারিং কলেজে আমার প্রথম প্রেম ৷’’ সেদিনের কলেজপড়ুয়া তরুণী এখন আমেরিকায় মেটারনাল ফেটাল মেডিসিন বিশেষজ্ঞ ৷

advertisement

advertisement

আরও একটি ট্যুইটে রামগোপাল লিখেছেন, ‘‘ সে সময় কিছু সঙ্গত কারণের জন্য মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজ হত একই কম্পাউন্ডে ৷ সেখানেই পোলাভারাপু সত্যর সঙ্গে আমার একতরফা প্রেমের সূত্রপাত...আমার মনে হয়েছিল তিনি আমাকে আদৌ গুরুত্ব দিতেন না, আর একজন ধনী সুপুরুষের জন্য এবং সেখানে থেকেই আমি রঙ্গিলা-র গল্প লিখি৷’’

advertisement

এখানেই শেষ নয় ৷ প্রথম প্রেয়সীতে রামগোপাল আচ্ছন্ন আরও অনেক ক্ষেত্রেই ৷ স্বীকার করেছেন, তাঁর আইকনিক ছবি ‘সত্যা’ আসলে কলেজপ্রেমের প্রেয়সীর নামেই ৷ এমনকি, এতদিনে প্রকাশ করেছেন কলেজজীবনের প্রথম প্রেমের কথা ভেবেই ১৯৯১ সালে মুক্তি পাওয়া তেলুগু ছবি ‘ক্ষণ ক্ষণম’-এ নায়িকা শ্রীদেবীর নামও তিনি দিয়েছিলেন ‘সত্যা’! যে ছবিগুলি রামগোপল শেয়ার করেছেন, সেগুলো মায়ামি সৈকতে তোলা ৷ সত্যা-ই পাঠিয়েছেন তাঁকে !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রামগোপালের হাত ধরে বলিউডে নতুন যুগের সূচনা হয়েছিল বলে মনে করেন দর্শকরা ৷ অপরাধ, রাজনীতি এবং ভয়ালরসের ছবিতে তিনি বাজিমাত করেছিলেন নয়ের দশকের শেষ দিকে ৷ বর্তমানে তাঁর ছবি বক্স অফিসে সেরকম সাফল্য না পেলেও তাঁকে এখনও বর্ণময় পরিচালক হিসেবে মনে করা হয় ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ram Gopal Varma : কলেজের একতরফা প্রেমের প্রেয়সী আজ বিদেশে ডাক্তার, তাঁকে ভেবেই রামগোপাল জন্ম দেন ‘রঙ্গিলা’-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল