তা কী লিখলেন রামগোপাল? প্রথম ট্যুইটে খুব একটা বিতর্কের কিছু না লিখলেও, রামু-র দ্বিতীয় ট্যুইট নিয়েই শুরু হয়েছে শোরগোল ৷
প্রথম ট্যুইটে রামগোপাল লিখলেন, ‘নারী দিবসে আসলে পুরুষদের দিবস ৷ কারণ, নারীদের তুলনায় পুরুষরাই এটা নিয়ে বেশি মাতামাতি করছেন !’ রামুর এই ট্যুইট নিয়ে খুব একটা বিতর্ক না উঠলেও, সানি লিয়নকে নিয়ে রামু যে ট্যুইট করেন, তা নিয়েই বিতর্কের সূত্রপাত হয় ৷
advertisement
সানি লিয়নকে টেনে রামগোপাল লিখলেন, ‘আমি চাই বিশ্বের সব নারীরাই সানি লিয়নের মতো পুরুষদের আনন্দ দিক !’ রামুর এই ট্যুইট দেখে অনেকেই মনে করছেন, মহিলাদের যে এই সমাজে যৌন উপকরণ হিসেবেই দেখা হয়, সেটা ফের মনে করিয়ে দিলেন রামগোপাল।
তবে এই প্রথম নয়, এর আগেও ট্রাম্পের স্ত্রীকে টেনেও যৌন উসকানি মূলক মন্তব্য করেছিলেন রামগোপাল ৷ তবে ট্যুইট নিয়ে ওঠা বিতর্কের উত্তরে চুপ থাকেননি রামগোপাল ৷ তাঁর কথায়, ‘সানি লিওন সংক্রান্ত টুইট নিয়ে যে নেতিবাচক হাওয়া বইছে তা চূড়ান্ত ভন্ডামি থেকেই আসে।’