২০২২ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রাজামৌলি পরিচালিত ছবি 'আর আর আর'। তারপর বক্স অফিসে দারুণ ভাবে বাণিজ্যিক সাফল্যের পর পাড়ি দিয়েছিল বিদেশের বিভিন্ন অ্যাওয়ার্ড শো-তে। সেখানে বিশ্ববাসীর মন জয় করে নিয়েছিল 'নাটু নাটু' গান। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে দেখা গিয়েছিল এই গানের তালে পা মেলাতে। আর তারপর 'নাটু নাটু' জিতে নিয়েছিল গোল্ডেন গ্লোব।
advertisement
আরও পড়ুন- বাঙালি মেয়ে রিয়া জড়িয়ে অস্কারের সঙ্গে, ‘নাটু-নাটু’ বাঙালির হাতেও এনে দিল বিশ্বখ্যাতি
চলতি বছরের ১৩ মার্চ ইতিহাস সৃষ্টি করে অর্জন ছিল অস্কার। অস্কার জয়ের এই সাফল্য দেশবাসীর মতো অভিনেতা রামচরণও উপভোগ করছেন। এই উৎযাপনের মাঝেই যখন তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি হলিউডে পা রাখছেন কিনা তখন তাঁর রহস্যময় জবাব এই জল্পনাকে আরও একটু বাড়িয়ে তোলে। তিনি বলেন “এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে কি না আমি জানি না। লস অ্যাঞ্জেলেসের উপর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। কথাবার্তা চলছে। কিন্তু সব কিছুরই তো একটা নিয়ম আছে। আগে হোক, তারপরই না হয় বলব। আমার মা একটা কথা বলেন, নজর না লেগে যায়! আমি সেটা বিশ্বাস করি। আর তাছাড়া সকলেরই ইচ্ছা করে যে সে এমন কোথাও কাজ করুক, যেখানে তার কাজ প্রশংসিত হয়।” এইটুকু বলেই তিনি আপাতত এই বিষয়টি নিয়ে কুলুপ এঁটেছেন মুখে। সূত্রের খবর ইতিমধ্যেই সই করে ফেলেছেন হলিউডের সিনেমার চুক্তিতে।
আরও পড়ুন- 'ফাটাফাটি' খবর! ঋতাভরী ও আবীরের নতুন ছবিতে গান গাইবেন জাভেদ আলি
বর্তমানে ‘আর সি ১৫’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে। অর্থাৎ বলিউডে শীঘ্রই দেখা যাবে রাম চরণকে। অন্যদিকে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা যেতে পারে অভিনেতাকে।