সম্প্রতি রাখি সাওয়ান্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে নানান ভিডিও ও ছবি পোস্ট করেন তাঁর অনুগামীদের জন্য। বলিউডের এই ড্রামা কুইন মাঝে মাঝে ভিডিও পোস্ট করে নতুন চমক দেন। তাঁর Instagram হ্যান্ডেলে দেখা গিয়েছে হলিউডের বার্ডস অফ প্রে (Birds of Prey) মার্গট রবিজ হার্লি কুইন (Margot Robbie’s Harley Queen) হিসাবে। এছাড়াও তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে রাখি ক্যাসি থমাস-এর (Cassie Thomas) অবতারে হাজির হয়েছিলেন ।
কিছু দিন আগে রাখিকে বিগ বস ১৪-তে (Bigg Boss 14) দেখা গিয়েছিল। যেখানে তিনি আরশি খান (Arshi Khan), বিকাশ গুপ্তা (Vikas Gupta), রাহুল মহাজন (Rahul Mahajan), মনু পঞ্জাবি (Manu Punjabi) এবং কাশ্মীরা শাহের (Kashmera Shah) সঙ্গে চ্যালেঞ্জার হিসাবে বিগ বস-এর ঘরে প্রবেশ করেছিলেন। তিনি এই শো-এ রুবিনা দিলাইক (Rubina Dilaik), রাহুল বৈদ্য (Rahul Vaidya), আলি গোনি (Aly Goni) , এবং নিকি তাম্বোলির (Nikki Tamboli) সঙ্গে ফাইনালিস্ট হিসেবে ছিলেন। এছাড়াও রাখি সাওয়ান্ত তওয়াইফ বাজার-ই-হুসন (Tawaif Bazaar-E-Husn) নামের একটি ওয়েব সিরিজে কাজ শুরু করেছেন। এই ওয়েব সিরিজের পরিচালনায় রয়েছেন মারুখ মির্জা (Marukh Mirza)।