রাখির দাবি, তিনি গর্ভেই তাঁর সন্তানকে হারিয়েছেন (মিসক্যারেজ)। তা ছাড়া 'বিগ বস মারাঠি'তে তিনি একবার এ কথা বলেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু রাখির কথায়, "সেই সময়ে আমার কথাকে কেউ গুরুত্ব দেয়নি৷ ভেবেছে আমি মজা করছি।"
আরও পড়ুন: থানায় আটক রাখি সাওয়ান্ত! মডেলের ছবি-ভিডিও ভাইরাল করার অভিযোগ সাওয়ান্তের বিরুদ্ধে
advertisement
যদিও আদিল এখন তাঁদের বিয়ের কথা স্বীকার করেছেন। জনসমক্ষে রাখিকে নিজের স্ত্রী বলছেন তিনি। কিন্তু রাখি এখন নিজের মাকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছেন। কারণ রাখির মা দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই করছেন প্রতিদিন।
আরও পড়ুন: সলমনের জন্যই জুড়ল ভাঙা সংসার! কী ভাবে রাখির স্বামী আদিলকে পথে আনলেন 'ভাইজান'
তার পরেই হঠাৎ রাখি এবং আদিল, নবদম্পতি তাঁদের ইনস্টাগ্রামে যৌথভাবে বিবৃতি দিলেন, মিসক্যারেজের খবর আদপে মিথ্যা। ভুয়ো খবর রটানো হচ্ছে বলে তাঁদের দাবি। সত্যি কী, মিথ্যেই বা কী, তা অধরাই রয়ে গেল।
আরও পড়ুন: সলমনের জন্যই জুড়ল ভাঙা সংসার! কী ভাবে রাখির স্বামী আদিলকে পথে আনলেন 'ভাইজান'
গতকাল, বৃহস্পতিবার অম্বোলি থানার পুলিশ রাখিকে আটক করেন। সূত্রের খবর, শার্লিনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখিকে। রাখির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি শার্লিনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বিনা অনুমতিতে। সূত্রের খবর, রাখিকে নাকি আন্ধেরি কোর্টে হাজির করানো হবে।