সাদা তোয়ালে পরে ক্যামেরার সামনে ‘বিতর্কিত রানি’, সঙ্গে সেই ‘ট্রেডমার্ক ড্রামা’! ফ্যানেদের উদ্দেশ্য করে রাখি বলেন, ” আর অপেক্ষা করতে পারছি না! আমি ভারতে ফিরছি।” ভিডিও জুড়ে চলছে তোয়ালে নিয়ে রাখির নানা কসরত! তোয়ালের আড়ালে-আবডালে কত না খেলা! এই তোয়ালে খুলছেন, এই ঢাকছেন! অবশেষে সামনে এল কালো স্যুইম সুটে রাখি।
advertisement
রাখি মানেই বিতর্ক, রাখি মানেই চর্চা। তিনি কী যে বলেন, কী যে করেন, তা সিংহভাগেরই বোধগম্য হয় না! তবে শত নিন্দুকেরাও স্বীকার করবেন, সর্বদা কীভাবে লাইমলাইটের শীর্ষে থাকতে হয়, তা তাঁর কাছ থেকে শিখতে হয়। চলতি বছর তৃতীয় বিয়ে নিয়ে কথা বলে চর্চায় এসেছিলেন তিনি। শোনা গিয়েছিল, তিনি নাকি পুলিশে কর্মরত পাত্রকে বেছে নিয়েছেন, নাম দোদি খান। তিনি নাকি একাধারে পুলিশ, আবার অভিনেতাও। পাকিস্তানে গিয়ে নাকি বহু বিয়ের প্রস্তাব পেয়েছেন রাখি। সেখান থেকেই বেছে নিয়েছেন দোদিকে। তার আগে দু’বার বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। শেষ বার তো ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও দু’বারই ব্যর্থ হয় রাখির বিয়ে।