TRENDING:

Rakhi Sawant: রাখির নগ্ন ভিডিও তুলে বিক্রি করেন আদিল! স্বামীকে নিয়ে ভয়ানক অভিযোগ অভিনেত্রীর

Last Updated:

Rakhi Sawant: রাখি দাবি করেন, আদিল অভিনেত্রীর সম্মতি ছাড়াই তাঁর নগ্ন অবস্থার ভিডিও তোলেন। শুধু তাই নয়। সেই ভিডিও নাকি বিক্রিও করেছিলেন তাঁর স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কয়েক দিন আগেই প্রেমিক আদিল দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। পেতেছিলেন নতুন সংসার। কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। নতুন অধ্যায় শুরুর কয়েক দিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন অভিনেত্রী। তার উপর ভিত্তি করেই গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয় আদিলকে।
আদিলের বিরুদ্ধে বিস্ফোরক রাখি
আদিলের বিরুদ্ধে বিস্ফোরক রাখি
advertisement

এখানেই থেমে থাকেননি রাখি। আরও একবার স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক তিনি। রাখি দাবি করেন, আদিল অভিনেত্রীর সম্মতি ছাড়াই তাঁর নগ্ন অবস্থার ভিডিও তোলেন। শুধু তাই নয়। সেই ভিডিও নাকি বিক্রিও করেছিলেন তাঁর স্বামী।

আরও পড়ুন: আদিলের জন্যই নাকি মারা গিয়েছেন তাঁর মা! কলহের পরেই গ্রেফতার রাখির স্বামী?

আরও পড়ুন: গয়না নিয়ে চম্পট! প্রেমিকার সঙ্গে হোটেলে স্বামীর ছবি, বুক চাপড়ে কান্না রাখির

advertisement

সংবাদমাধ্যমকে রাখি বলেন, "আমি আদালতে এসেছি নিজের কথা বলতে এসেছি। আদিলের জামিন পাওয়া উচিত নয়। আমি আমার শারীরিক পরীক্ষা করিয়েছি। ওশিওয়ারা পুলিশ স্টেশনে রিপোর্টও জমা করেছি। আমি বিচারকের থেকে সুবিচার চাইছি।"

রাখির অভিযোগ, আদিল নানা ভাবে তাঁকে হেনস্থা করেন। অভিনেত্রীর সঙ্গে থাকাকালীনই নাকি অন্য সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ঠকিয়েছেন রাখিকে। শুধু তাই নয়। স্বামীর বিরুদ্ধে অর্থ চুরির

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অভিযোগও আনেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant: রাখির নগ্ন ভিডিও তুলে বিক্রি করেন আদিল! স্বামীকে নিয়ে ভয়ানক অভিযোগ অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল