গত সপ্তাহে রাজু শ্রীবাস্তবের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয় যে তিনি এখন স্থিতিশীল। যে কোনও রকমের গুজবে কান না দেওয়ার পরামর্শও দেন তাঁরা। বিবৃতিতে লেখা হয়, "রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনবরত ভালবাসা ও সমর্থন করার জন্য শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানাচ্ছি।"
advertisement
এইমস-এ ভর্তি হওয়ার পরে ৫৮ বছর বয়সি কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বৃহস্পতিবার রাতে জানা গিয়েছিল, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর থেকে জ্ঞান ফেরেনি তাঁর। তবে মঙ্গলবারের আপডেট অনুযায়ী, এখন তিনি স্থিতিশীল।
আরও পড়ুন- বাহুবলীর প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার! দীপিকার সঙ্গে তেলেগু ছবির শুটিং শাশ্বতর
জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন রাজু শ্রীবাস্তব। কিছু ক্ষণের মধ্যেই চেতনা হারিয়ে ফেলেন ৫৮ বছরের কমেডিয়ান। দিল্লির এইমসে এখন চিকিৎসাধীন রাজু ৷
রাজুর ভাই আশিষ শ্রীবাস্তব জানিয়েছিলেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে দিল্লি গিয়েছিলেন রাজু। বুধবার সকালে একটি জিমে গিয়েছিলেন তিনি। একই দিনে খানিক বাদে আরও একটি জিমে যান তিনি। ওখানেই অসুস্থ হয়ে পড়েন কমেডিয়ান।