TRENDING:

Rajkumar Santoshi: ২ বছরের জেল পরিচালক রাজকুমারের! দিতে হবে কয়েক কোটি টাকা জরিমানা! বড় অভিযোগ! জানুন

Last Updated:

Rajkumar Santoshi: ঘয়াল, দ্য লিজেন্ড অফ ভগত সিং, খাকি, বরাসাত, দামিনী-র মতো ছবির পরিচালক রাজকুমার সন্তোষী! বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ঘয়াল, দ্য লিজেন্ড অফ ভগত সিং, খাকি, বরাসাত, দামিনী-র মতো ছবির পরিচালক রাজকুমার সন্তোষী! বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি! সেই পরিচালক রাজকুমার সন্তোষীকে নিয়ে বড় খবর সামনে এল! জানা যাচ্ছে চেক বাউন্স মামলায় রাজকুমারকে দুই বছরের কারাদণ্ড বা জেল দিয়েছে জামনগর আদালত! শুধু তাই নয় সেই সঙ্গে ২ কোটি টাকা জরিমানাও দিতে বলা হয়েছে! কিন্তু বিষয়টা কী? কেন এই জেল?
advertisement

সংবাদ সংস্থা পিটিআই এই খবর তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন! জানা যায় রাজকুমারের নামে গুজরাটের জামনগর আদালতে পরিচালকের বিরুদ্ধে মামলা করেন অশোক লাল নামের এক ব্যবসায়ী! সিনেমা তৈরির জন্য ওই ব্যবসায়ী পরিচালককে এক কোটি টাকা দিয়েছিলেন! সেই টাকা শোধ করার জন্য রাজকুমার ওই ব্যবসায়ীকে ১০ টি ১০ লক্ষ টাকার চেক দেন! কিন্তু সব কটি চেক বাউন্স করে! এক টাকাও পাননি ওই ব্যবসায়ী! অবশেষে তিনি আদালতে যান! সেই মামলার ভিত্তিতেই দুই বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে!

advertisement

আরও পড়ুন: কোলেস্টেরল, ডায়াবেটিস, হাই-প্রেশার দূর হবে! মাছ-মাংসের বদলে খান এই ডাল! জানুন নিয়ম

চেক বাউন্স মামলায় পরিচালক রাজকুমার সন্তোষীকে সাজা দিয়েছেন আদালত। শনিবার এই মামলার শুনানির সময়, আদালত সন্তোষীকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়। এবং তাঁকে ব্যবসায়ীকে দ্বিগুণ অর্থ প্রদানের নির্দেশ দেয়। রাজকুমার সন্তোষী তিনবার জাতীয় পুরস্কার, ছয় বার ফ্লিম ফেয়ার পুরস্কার পেয়েছেন। এছাড়াও বহু পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে!

advertisement

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডারের রং লাল কেন হয়? সিলিন্ডারের তলে ছোট ফুটোগুলি কেন থাকে? উত্তর অবাক করবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি ‘লাহোর ১৯৪৭’ নামের ছবি তৈরির কথা জানান পরিচালক। এই ছবিতেও সানি দেওলকে অভিনয় করতে দেখা যাবে! কিন্তু এর মধ্যেই পরিচালকের ২ বছরের কারাদণ্ড ঘোষণা হওয়ায় এই ছবি নিয়ে প্রশ্ন উঠছে! এখন এটাই দেখার শুধু জরিমানা দিয়ে কী তিনি মুক্তি পাবেন কারাদণ্ড থেকে! এই মামলা নিয়ে কী আরও এগোবেন পরিচালক? সেটাই দেখার! তবে আপাতত ২ বছরের জেল আর ২ কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছে পরিচালককে!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajkumar Santoshi: ২ বছরের জেল পরিচালক রাজকুমারের! দিতে হবে কয়েক কোটি টাকা জরিমানা! বড় অভিযোগ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল