চমক অক্ষুণ্ণ রাখার জন্য পরিচালক এখনই গল্পটি প্রকাশ করতে চান না। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এটি একটি ভিন্ন ধরণের থ্রিলার। একজন ব্যক্তি শহরের চারপাশে ঘোরে আর মধ্যবয়সী মহিলারা খুন হতে শুরু করে এক এক করে, সেইভাবেই একটি ছেলে তাঁর নিজের মাকে হারায়। মহালয়ার দিন। প্লটটি এখানে দ্রুত মোড় নেয় এবং অনেক মোচড়ের সঙ্গে উঠে আসে। সিনেমার অফিসিয়াল পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং এটির প্রতিটি দৃশ্য আকর্ষণীয়।
advertisement
আরও পড়ুন: সুর কাঁটাতার বোঝে না! পাকিস্তানি শিল্পীর রুবাবে বেজে উঠল ‘জন গণ মন’, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও
এই থ্রিলারটির মিউজিক করেছেন প্রতীক কুন্ডু ও পল্লবী চ্যাটার্জি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস হয়ে উঠুক ওটিটিময়! এই ৫ সিরিজ আপনার মনে দেশপ্রেম জাগিয়ে তুলবে
প্রসঙ্গত, 'ক্লিক ওটিটি' মঞ্চে চলতি মাসের শেষে আসতে চলেছে বাংলা ওয়েব সিরিজ 'ভাগাড়'| ২০১৮ সালে ভাগাড়-কাণ্ডকে কেন্দ্র করে নতুন কাহিনি ও চিত্রনাট্য় লিখেছেন অম্লান মজুমদার। আর তা নিয়েই নতুন ওয়েব সিরিজ বানালেন রাজদীপ ঘোষ। তাতে অভিনয় করছেন রজতাভ। সঙ্গে রয়েছেন, সব্যসাচী চৌধুরী, ঐন্দ্রিলা শর্মা, মৌ ভট্টাচার্য এবং সুমন্ত মুখোপাধ্যায়।