আরও পড়ুন : ১৪ নয়... ‘একুশে ফেব্রুয়ারিই ভ্যালেন্টাইনস ডে’, কেন হঠাৎ এমন বললেন 'রাজ-ঘরণী' শুভশ্রী?
গতকাল ঘড়ির কাঁটা বারোটা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে রাজের ইনবক্স। পাশাপাশি গতকাল ভোর রাত থেকেই চলছে তার জন্মদিন পালন। ইতিমধ্যে সেইসব পার্টির ছবি ভাইরাল। শত ব্যস্ততার মধ্যেও জন্মদিনের আগের রাত পরিবার ও বন্ধুদের সাথেই কাটাতে দেখা গেল রাজ চক্রবর্তীকে (Viral Video)। মধ্যরাতে কেক কেটে চললো সেলিব্রেশন। বরের জন্মদিন আরো স্পেশাল করে তুললেন শুভশ্রী (Subhashree Ganguly)।
advertisement
জানা গিয়েছে সল্টলেকের অভিজাত এক রেস্তোরাঁয় বসে ছিল তার জন্মদিনের আসর। আর সেখানেই জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ দিয়েছেন স্ত্রী শুভশ্রী। বরের জন্মদিন স্পেশাল (Viral Video) করে তুলতে সকলের মাঝে রেস্তোরাঁতেই লাইভ গান ধরেছিলেন তিনি (Raj Subhashree)। পাশে গিটারে সঙ্গত দিয়েছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়।
সোমবারই সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী (Subhashree Ganguly) লেখেন, “আজ আমার ভ্যালেন্টাইন’স ডে (Valentine's Day)। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সমস্ত ইচ্ছে যেন পূর্ণ হয়।” লেখার শেষে ভালবাসার ইমোজিও ব্যবহার করেন তিনি।
টলিপাড়ায় গুঞ্জন বলে ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর (Raj Chakraborty Subhashree Ganguly) প্রেম শুরু হয়েছিল। ২০১৮ সালের মার্চে শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে বাগদান পর্ব সারেন রাজ। সেবছরই ১১ মে বিয়ে সারেন। পরিচালক-অভিনেত্রীর বিয়ে উপলক্ষ্যে সেজে উঠেছিল বাওয়ালি রাজবাড়ি।
২০২০ সালে জন্ম হয় ছেলে যুবানের। তারপর ভোটে জিতে বিধায়কও হন রাজ চক্রবর্তী। বিয়ের তিন বছর পূর্ণ রয়েছে গত বছর। অতিমারী পরিস্থিতিতে তেমন কোনও সেলিব্রেশন করেননি রাজ-শুভশ্রী(Raj Chakraborty Subhashree Ganguly)। কিন্তু ভালবাসা অটুট রয়েছে দুই তারকার মধ্যেই।