মঙ্গলবার সকালে মেডিক্যাল চেক-আপের পর মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে তোলা হয় রাজ কুন্দ্রা এবং তাঁর সহকারী রায়ান থর্পকে। মঙ্গলবার সকালে রাজ কুন্দ্রার সহযোগী রায়ানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। এদিন দুজনেরই জামিনের আর্জি না-মঞ্জুর করেছে নগর দায়রা আদালত। দুই অভিযুক্তকেই আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, জানিয়েছে এএনআই। আর ঠিক এই সময় ভাইরাল হয়েছে রাজ কুন্দ্রার পুরোনো ট্যুইট। সেই ট্যুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা।
advertisement
২০১২-র টুইটে রাজ প্রশ্ন তুলেছিলেন পতিতাবৃত্তি আর পর্ন ছবি নিয়ে। রাজের স্পষ্ট প্রশ্ন ছিল, "ক্যামেরার সামনে পর্ন ছবিতে অভিনয় আর পতিতাবৃত্তি কোথায় আলাদা? কেনই বা পর্ন ছবির অভিনেতাদের আলাদা সাম্মানিক দেওয়া হবে?" তবে এখানেই শেষ নয়। রাজের পরের ট্যুইট নিয়ে রীতিমতো ঝড় বইছে। সেখানে রাজের দাবি, ‘ক্রিকেটাররা মাঠেও খেলেন রাজনীতির ময়দানেও খেলেন। রাজনীতিবিদেরা পর্ন দেখেন। আর পর্ন তারকারা অভিনেতা হয়ে ওঠেন!’ রাজনীতিবিদরা পর্ণ দেখেন, এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সোচ্চার হয়েছেন। তবে রাজ পর্ন নয়ে এত প্রশ্ন ২০১২ সালেই করেছিলেন। এই ট্যুইট ঘিরে নানা রহস্য দানা বাঁধছে। প্রশ্ন তুলছেন অনেকেই। ঠিক কি ইঙ্গিত করতে চেয়েছেন রাজ, তা নিয়েও প্রশ্ন উঠেছে।