ছবিতে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই দেখা যাবে কি না তা নিয়েও জল্পনা চলছিল। আবার প্রশ্ন উঠছিল বলিউডের কোনও অভিনেত্রীকেই দেখা যাবে? কিন্তু এবার শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কাজ করতে চলেছেন রাজ।
কিছুদিন আগে রাজ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, "বলিউড, আই অ্যাম কামিং।" ভিডিওটি মজার হলেও জল্পনা আরও উশকে দেয়। অবশেষে সেই জল্পনা থেকে পর্দা ওঠার পালা প্রায় এসে গিয়েছে। তবে সিনেমা নয়। একটি ওয়েব সিরিজ পরিচালনা করেই বলিউডে পা রাখতে চলেছেন রাজ। আর সেই ওয়েব সিরিজের মূল চরিত্রে নাকি সাই পল্লবী। এক সূত্রের কথায়, "রাজের সঙ্গে এই কাজ নিয়ে সাই পল্লবীর কথাও অনেক দূর এগিয়েছে।"
advertisement
আরও পড়ুন- আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম! যশের সঙ্গে সংসার, ট্রোলিং নিয়ে যা বললেন নুসরত
আরও পড়ুন- ফের নাইটক্লাবে আরিয়ান খান! নৈশপার্টিতে স্টারকিডের হইচই, মুহূর্তে ভাইরাল ভিডিও
ছবির শ্যুটিং শুরু হতেও বেশি দেরি নেই বলে জানা যাচ্ছে। তবে রাজ নিজে এখনও এই বিষয়ে কিছু বলেননি। এখন শুধুই সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, টলিউড থেকে একের পরে এক তারকা বলিউডে পাড়ি দিচ্ছেন। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায় অনবরত হিন্দি ছবিতে কাজ করছেন। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ও শেরদিল ও শাবাস মিঠুর মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন। এবার দেখার রাজের যাত্রা শুরু কী ভাবে হয়।