'এটাই দারুণ লাগছে ৷ দুটি ক্যাটাগরির সম্মানই প্রমাণ করছে রেনবো জেলির গ্রহণযোগ্যতা ৷ শুধুমাত্র জুরিদের সম্মান পেলে মনে হত ভাল ছবি তো বানালাম কিন্তু দর্শকরা সেভাবে পছন্দ করল না ৷ কিন্তু পপুলার ক্যাটাগরির পুরস্কারে স্পষ্ট সাধারণ মানুষও পছন্দ করেছে ছবিটি ৷ এই কারণেই তো ছবি বানানো ৷ পরিচালক হিসেবে চিরকালই এমন ছবিই বানাতে চাই ৷'
advertisement
বলছেন পরিচালক সৌকর্য ৷
আরও পড়ুনসোনমের সঙ্গে আনন্দ, করিনার সঙ্গে সইফ, লন্ডনে একা করিশ্মা !
এছাড়াও আরও তিনটি পুরস্কার রেনবো জেলির ঝুলিতে ৷ সেরা অভিনেতা (পপুলার চয়েস) পেয়েছে ছবির নায়ক মহাব্রত বসু ৷ ছবিতে ঘোঁতনের ভূমিকায় মহাব্রতর অভিনয় অনবদ্য ৷ সেরা স্ক্রিন প্লের পুরস্কার পেয়েছেন সৌকর্য ও সেরা সম্পাদক অর্ঘ্যকমল মিত্র ৷ হায়দরাবাদের বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে রেনবো জেলি হাউজফুল হওয়াতে দারুণ খুশি পরিচালক ৷ এছাড়াও কলকাতার নন্দনে চলছে ছবিটি ৷ সপ্তাহান্তে হল ছিল প্রায় কানায় কানায় ভর্তি ৷ সব মিলিয়ে রেনবো জেলির বাজার এখন জমজমাট ৷
আরও পড়ুন বাইরে তখন অঝোরে বৃষ্টি, আর ঘরে শুভশ্রীর স্বপ্নপূরণ করলেন রাজ